1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিচ্যার পাগলির বিলে দুই ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক : এলাকায় আতংক  হোস্ট ও রোহিঙ্গা কমিউনিটির মধ্যে দ্ব*ন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনা সভা  কক্সবাজারের সমস্ত উপজেলা ব্যাপী মেটকো কোম্পানীতে সেলস ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।  গভীর রাতে নাফ নদীতে ২বিজিবির রুদ্ধ*শ্বাস অভিযানে ২ লাখ ৪০ হাজার ই*য়া*বা উদ্ধার। দায় এড়াতে থার্ডক্লাস ব্লেইম: নির্দিষ্ট একটি উপজেলাকে টার্গেট করে দোষ লোকানোর অপচেষ্টাকে থুথু দিই! – মোরশেদ টেকনাফের মানুষের উপর মিথ্যা*চার সম্পূর্ণ ষড়*যন্ত্র, তী*ব্র নি*ন্দা ও প্রতি*বাদ জানিয়েছেন টেকনাফের সন্তান নাছির উদ্দীন রাজ টেকনাফ প্রেসক্লাব পরিদর্শন করেছেন বিএনপি নেতা জাহেদুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ আব্দুল্লাহ  কথা-কাটাকাটির ঘটনা ডা*কা*তি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ব্যাখ্যা ও প্রতি*বাদ জামালের তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন আচারের প্যাকেটে লুকানো ইয়াবাসহ টেকনাফে মঞ্জুর আটক

টেকনাফে ফিশিং ট্রলারে রোহিঙ্গা মাঝি মাল্লা : মাছের সাথে আসছে ইয়াবা

  • আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ ৭১
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে সাগর ও নদীতে মাছ শিকারের ফিশিং বোট গুলো এখন মাছ শিকারের পাশাপাশি ইয়াবা শিকারে ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি প্রতিনিয়ত আটকও হচ্ছে। উপজেলা মৎস্য অফিসের নিদেশর্না অমান্য করে ফিশিং বোটের মালিক গণ তালিকা ভুক্ত জেলেদেরকে বোটে না নিয়ে অবৈধ রোহিংগা মাঝি মাল্লা দিয়ে মাছ শিকার করছে। এই রোহিংগা মাঝি মাল্লারা মাছের বদলে নিয়ে আসছে মরণ নেশা ইয়াবার বড় বড় চালান। যা বোট মালিক গন খুশি হচ্ছে বলে জানা যায়।
সুত্রে জানা যায়, বর্তমানে টেকনাফ পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে যে সমস্ত ফিশিং নৌকা, বোট মাছ ধরার জন্য যাচ্ছে এদের সিংহ ভাগই মিয়ানমারের জল সীমানা থেকেই ইয়াবা নিয়ে আসছে। কারণে সীমান্ত তাদের পরিচিত।
বর্তমানে ইয়াবা ব্যবসায়ী গণ টেকনাফের মাছ শিকারের ফিশিং বোট গুলো তাদের নিরাপদ রুট হিসেবে বেচে নিয়েছেন। এ ছাড়া পশ্চিম বঙ্গোপসাগরে এলাকায় আইন শৃংখলা বাহিনীর কোন চৌকি না থাকায় চোরাচালানীদের অর্পুব সুযোগ সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসি সুত্রে জানা যায়। বর্তমানে ইয়াবার পাশাপাশি কোটি টাকা মুল্যের আইস নামক আরেকটি মাদক মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। মুল কথা রোহিঙ্গা মাঝি মাল্লা ফিশিং বোটে থাকলে ইয়াবা নির্মুল করা মোটেও সম্ভব হবেনা বলে এলাকার লোকজন জানান।
এই বিষয়ে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেঃ মোহাম্মদ নাঈমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোহিঙ্গা মাঝি-মাল্লাদের বিষয়ে সকল বাহিনীদের সাথে সমন্বয় করে ব্যবসাননেওয়া হবে।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোহিঙ্গারা মাছ ধরা সহ কোন কাজে জড়িত হতে পারে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!