মোঃ আরাফাত সানী/সাইফুল ইসলাম ::টেকনাফ
কক্সবাজারের টেকনাফে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নারীর অধিকার এবং অংশগ্রহন বিষয়ে সরকারি সেবাপ্রদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
(০৯ নভেম্বর) মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি’র সভাপতিত্বে এনজিও সংস্থা খান ফাউন্ডেশনের (অপরাজিতা) আয়োজনে জেলা কডিনেটর আক্তার জাহান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন. উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী. মোঃ খায়রুল আলম, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান ও উপজেলা ফ্যাসিলেটর জাহিদ হোসেন প্রমূখ।
সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারের বিভিন্ন কাঠামোতে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণের মাত্রা বিস্তৃতকরণ এবং কার্যকারিতা উন্নয়ন। এরই ধারাবাহিকতায় অপরাজিতা প্রকল্পের সহায়তায় নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারী সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভার আয়োজন এবং অংশগ্রহণকারীগণ স্থানীয় পর্যায়ে সেবা প্রদানকারী সেবার ধরণ ও নারীর অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। ২০ জন নির্বাসিত ও সম্ভাব্য নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় ব্যবস্থাপনায় ছিলেন খান ফাউন্ডেশন উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আকিবুল হোসেন ও ইয়াসমিন।
Leave a Reply