আরাফাত সানী/সাইফুল ইসলাম::টেকনাফ
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী সনামধন্য বিদ্যাপীঠ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকালে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল বশর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বাঁশি রাম দে, বক্তব্য রাখেন বিদ্যালয় আজীবন দাতা সদস্য আলহাজ্ব নুরুল হুদা, মাষ্টার আদিলুর রহমান,পরিচালনা কমিটির সদস্য সৈয়দ করিম, মোহাম্মদ আলম (বাহাদুর) বদিউল আলম, মাষ্টার বশিরুল ইসলাম, আইরিন পারভিন চৌধুরী, বাবু পলাশ চন্দ্র দত্ত, মোহাম্মদ হারুন, শ্রীমতি শিখা দাশ, এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্যে সামনের দিনগুলিতে পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করবে, সে বিষয়ে গুরত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। সামনে তোমরাই দেশের হাল তুলে ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখন থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠান শেষে শিক্ষাঅনুরাগী বিশিষ্ট সমাজ সেবক সফল বিদ্যালয় পরিচালনা কমিটির তহবিল থেকে বিদায়ী পরীক্ষার্থীদের প্রতিজনকে পরীক্ষার প্রস্তুতি মূলক সামগ্রী তুলে দেয়া হয়। বিদ্যালয়ের শিক্ষকগণ ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এ বছর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৬২ জন শিক্ষার্থী অংশ নেবে।
Leave a Reply