টেকনাফ ৭১ ডেস্ক :
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই.এল.ও)’র সহযোগিতায় পেকুয়া উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে দুই দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা একটি অপার সম্ভাবনার জায়গা। বিশেষ করে লবণ,চিংড়ি ও কাকাড়ার প্রসার ঘটানোর বিশাল সু্যোগ রয়েছে।
এখানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা সঠিক দিকনির্দেশনা পেলে তারাও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিন্নাত, বিসিক শিল্প নগরী কক্সবাজারের সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ রিদুওয়ানুর রশিদ, উপজেলা সমাজসেবা প্রতিনিধি আমজাদ হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
একজন উদ্যোক্তা আর্থিক এবং অন্যান্য সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশের প্রচলিত দাপ্তরিক নিয়মাবলি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, পণ্যের মোড়ক, বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রচলিত সুযোগ-সুবিধা সমুহ সম্পর্কে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকতাগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় তাদের অবহিত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্ত, অনলাইন ব্যবসায়ি, স্থানীয় নারী উদ্যোক্তা ও কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply