নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের বাহার ছড়ার চকিদার পাড়া ঘাটে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় পানিতে পড়ে এক রোহিঙ্গা মাঝির মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর (সোমবার) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাঝি উখিয়া থাইংখালীর ক্যাম্প-১৩ ব্লক-এফ-০২, এফসিএন নং ২১১৯২৬ এর বাসিন্দা সুলতান আহম্মদের পুত্র হাসান আহম্মদ (১৪)।
বাহার ছড়া শামলাপুর পুলিশ ফাঁড়ির আইসি নুর আহাম্মদ জানান , সাগরে মাছ আহরণের নিমীন্তে নৌকা নিয়ে বঙ্গোপসাগরের যাওয়ার পথে নৌকা হতে পড়ে পাংখার সাথে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলে মারা যায় রোহিঙ্গা মাঝি। পরে তাকে উদ্ধার করে আইনি প্রক্রিয়ার কার্যক্রম চলছে , তবে নিহতের পরিবার এখনো কোন লিখিত আবেদন করেনি।
Leave a Reply