মোঃ আরাফাত সানী, টেকনাফ
আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন টেকনাফ এর রাজনৈতিক ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিশিষ্ট ব্যবসায়ী টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী আব্দুস শুক্কুর সিআইপি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি কর্মী সমর্থক ও শুভাকাঙ্খীদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পরে আব্দুস শুক্কুর (সিআইপি) সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন। এসময় পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, গত (মঙ্গলবার) তিনি বাংলাদেশ আওয়ামী ঢাকাস্থ কার্যালয় থেকে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
Leave a Reply