নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের গহীন পাহাড় থেকে দুই অপহরন কৃত কিশোর ভিকটিম কে উদ্ধার করেছে ১৬ এপিবিএন পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কৃতরা হলেন, উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের করিম উল্লাহর ছেলে মোঃ আনাস (১৪), মোঃ হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক তারিকুল ইসলাম।
১৬ এপিবিএন জানায়,
গত ১৯ ডিসেম্বর ক্যাম্প-১৯ এর মোঃ আনাস (১৪) ও আব্দুল্লাহ (১৩), কে থাইংখালি থেকে অপহরন করা হয়। পরবর্তীতে তাদের উদ্ধারে বিভিন্ন সময় অভিযান অব্যাহত রাখেন ১৬ এপিবিএন পুলিশ। কিন্তুু আজ সকালে দির্ঘ ১১ দিন পর ক্যাম্প ২৬ টেকনাফ শালবাগান ব্লক ই – ১ সংলগ্ন পাহাড় থেকে ভিকটিমদ্বয়কে উদ্ধার করা হয় ।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভিকটিমদ্বয় বর্তমানে ক্যাম্প হেফাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply