মোঃ আরাফাত সানি, টেকনাফ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এক জেলের টানা জালে ধরা পড়েছে ১৫০ কেজি, প্রায় ৪ মণ ওজনের একটি বোল মাছ। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে ডেইল পাড়ার জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় মৃত আবুলের ছেলে ইসমাইল মাছটি ক্রয় করে নেয়।
জেলে রশিদ মাঝি যায়যায়দিন কে বলেন, ‘আল্লাহর রহমতে আমার জালে দেড়শ কেজি ওজনের বোল মাছটি ধরা পড়েছে। ঈদের খরচ হিসেবে আল্লাহ মাছটি ধরার সৌভাগ্য আমাকে দিয়েছেন।
উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন যায়যায়দিন কে জানান, সেন্টমার্টিন দ্বীপে এক জেলের জালে বড় একটি ভোল মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ মাছের বিভিন্ন জাত রয়েছে এর ইংরেজী নাম হচ্ছে (Malabar Grouoper)।
Leave a Reply