নাছির উদ্দীন রাজ/মোঃ শেখ রাসেল::সারা বিশ্বে যখন করোনা আক্রান্ত, দেশ ও যখন তা থেকে রেহায় পেলনা, ঠিক সারাদেশে করোনা সতর্কতাজারি করেছে সরকার।
সেই সুযোগকে কাজে লাগিয়ে সারাদেশে কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে একযোগে কাজ করছেন। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কে নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।
তারই ধারাবাহিকতায় অদ্য (২০ মার্চ) ২০ইং বিকাল ৪ ঘটিকার সময় টেকনাফের হ্নীলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর। অভিযান চলাকালে চড়াদামে মাস্ক বিক্রি করায় এনাম ষ্টোর কে ২ হাজার,সাইফ উদ্দীন ষ্টোর কে ৫ হাজার, পিয়াজ ও মরিচ বিক্রেতা আড়তদার পারভেজকে ৫ হাজার, সবজি ব্যবসায়ী নুরুল বশর কে ২ হাজার, চৌধুরী পাড়া ঢাকা ফুড (নাস্তার দোকান) কে ২০ হাজার টাকা,মোট ৩৪ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। এবং কয়েকটি দোকান কে সতর্ক করে দেয়া হয়, ভবিষ্যতে যেন বাজার নিয়ে কেউ অসৎ উপায় অবলম্বন না করে। এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী সহ বাজার কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply