আজিজ উল্লাহ,বিশেষ প্রতিনিধি:
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদ বিশ্ব মা- কাছিম দিবস ২০২২ সাল পালিত হয়েছে। সাথে র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের পদযাত্রা শুরু হয়। সোমবার (২৩ মে) সকালবেলা ইউনিয়ন পরিষদের নিচ তলায় বিশ্ব কাছিম দিবস-২০২২ উদযাবিত হয়।
বক্তব্যে শিতল কুমার নাথ-পিডি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কাছিমের ডিম পাড়ার জায়গা দিন দিন কমে যাচ্ছে। জেলে সহ সাধারন মানুষের সচেতনতার অভাবের কারণে কাছিমের প্রজনন ব্যহত হচ্ছে।কাছিম ডিম পেড়ে আবার সমুদ্রে ফিরে যেতে আমাদের সহযোগিতা করতে হবে।
বিশেষ অতিথি বক্তব্যে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,”কাছিম সংরক্ষনে এলাকার সকলে সহযোগিতা চান। জেলেদের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার কথা বলেন তিনি”।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,”কাছিম সমুদ্র পরিস্কার রাখতে বিশেষ ভুমিকা পালন করে। সামৃদ্রিক জীব বৈচিত্র সংরক্ষনে বিশেষ ভুমিকা পালন করেন। কাছিম সংরক্ষনে এখনই আমারে সচেতন হতে হবে”।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা- দেলোয়ার হোসেন,বিশেষ অতিথি ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদার, উপস্থিত ছিলেন, শিলখালী রেঞ্জ কর্মকর্তা শফিউল আলম, সাইফুল ইসলাম-পেটি অফিসার-বাংলাদেশ কোষ্ট গার্ড, হুমায়ুন কাদের-কোষাধক্ষ শিলখালী সিএমসি ও প্যানেল চেয়ারম্যান৫নং বাহারছড়া ইউপি,মুবিনা খাতুন-মহিলা ইউপি সদস্য(৪,৫,৬), শিতল কুমার নাথ-পিডি-কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প, নারায়ন চন্দ্র নাথ-ডিপিডি-কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্প, অসিম বড়ুয়া, এনআরএম ম্যনেজার, মোঃ শরিফুল আলম-সাইট সমন্বয়কারী, লিয়াকত আলী-সাইট ফ্যাসিলিটেটরসহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য সম্প্রদায়।
Leave a Reply