কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পিপলস ফোরাম পরিষদের এর এৈর-মাসিক সভা ও সহ-ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পিপলস ফোরাম এর নিবার্হী কমিটির সভাপতি এবিএম আবুল হোসেন রাজু’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার।
এ সময় জীববৈচিত্র্য, বনসংরক্ষক, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের লাইভলিহুডস ম্যানাজার খাদিজা ইসলাম, সহ ব্যবস্থাপনা পরিষদের সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল জাহেদ লিটন, সদস্য নুরুল আমিন, টেকনাফ সাইট সমন্বয়কারী মোহাম্মদ শওকত ওসমান, সাইটর সকল নেতৃবৃন্দ সহ ৫৯ টি ভিসিএফ এর সদস্যবৃন্ধ উপস্থিত ছিলেন।
এ সময় বিগত সভার কার্যাক্রম পাঠ করেন সিএমসি’র হিসাব রক্ষক নুরুল আমিন আশিক। উক্ত সভায় সভা পরিচালনা করেন নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট ফ্যাসিলেটেটর নজরুল ইসলাম।
এ সময় টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, পাহাড় কাটা,গাছ কাটা, জবর দখল, পশু পাখি স্বীকার,পানের বরজ, অবৈধ করাত কল,ইট ভাটা সহ ইত্যাদি বিষয়ে বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না, সেই যত বড় শক্তিশালী হোক না কেন। ৫৯ ভিসিএফ এর সকল সদস্যদের বন রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।
Leave a Reply