নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফের হ্নীলাতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২জুন) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। হ্নীলা বিট পুলিশিং এর ইনচার্জ ও টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং সৃষ্টি করেছেন। তাই পুলিশ বাহিনী যাহাতে আমাদের আরো বেশি সেবা দিতে পারে সে জন্য তাদের সব সময় সহযোগিতা করতে হবে।
সভাপতির বক্তব্যে এস আই রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে ও টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান স্যারের সহযোগিতায় হ্নীলা বিট পুলিশিং সভার আয়োজন করেছে। হ্নীলাতে মাদক, মানব পাচার, নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের বিরুদ্ধে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চাই তা হলে যাহারা বিট পুলিশিং এর সদস্য আছেন তাদের থানায় দ্রুত অবহিত করে সহযোগিতা করতে হবে। বিট পুলিশিং এর মাধ্যমে টেকনাফ মডেল থানা সব সময় জনগণের সেবা দিতে প্রস্তুুত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম রাফি, হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল প্যানেল চেয়ারম্যান আবুল হোসাইন , টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, কমিউনিটি পুলিশ ফোরামের হ্নীলা ইউনিয়ন সভাপতি মুফিজ রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ।
Leave a Reply