নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কর্তৃক ধৃত মাদক কারবারি বাদশা মিয়াকে ছিনিয়ে নিতে দীর্ঘ ৭ ঘন্টা টেকনাফ -কক্সবাজার সড়ক অবরুদ্ধ করে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার রাতে নয়াবাজার স্টেশনে উক্ত ঘটনা ঘটে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচাল রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপির বাদশা মিয়ার কাছে ক্রয় – বিক্রয়ের জন্য মাদক মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সদস্যরা অভিযান পরিচালনা করে তাহাকে আটক পূর্বক ৩০ হাজার ইয়াবা উদ্ধার করি। কিন্তুু ওই ব্যক্তি স্থানীয় ইউপি সদস্য হওয়ায় তাকে আটকের খবর শুনে কিছু অতি উৎসাহিত লোক আমাদের ঢিল ছুঁড়ে ও সড়ক অবরোধ করে।
তিনি আরো জানান, আটক বাদশা কে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মনে হয় তাকে আইনি কার্যক্রম শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, হোয়াইক্যং ইউপির ০৭ নং ওয়ার্ডের মেম্বার বাদশা মিয়ার আটক কে কেন্দ্র করে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক বড় গাছ ফেলে, টায়ার ও কাঠ পুড়িয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ ০৭ ঘন্টার যানজট তৈরি হয়। অব শেষে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানজট মুক্ত করলে সড়কে গাড়ী চলাচলের জন্য স্বাভাবিক করেন বলে জানাগেছে।
এদিকে ৭ঘন্টা সড়ক অবরোধে চালক-যাত্রীদের ক্ষোভ ছিল লক্ষ্য করার মত। বিভিন্ন গাড়ির চালক গণ জানান, সড়ক অবরোধের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে নির্ধারিত সময়ে আমরা কেউ পৌঁছতে পারেনি। তবে আমাদের গাড়িতে অসংখ্য শিশু, নারী, রোগী ও দূরপাল্লার যাত্রীরা ছিল যারা কেউই সঠিক ভাবে যথাসময়ে পৌঁঁছতে পারেনি।
ঢাকার পথে যাত্রা করা বাদল নামের এক যাত্রী জানান, নয়াবাজারের স্টেশনে মাদক কারবারি কে আটকের ঘটনায় রাস্তা অবরুদ্ধ হাওয়াই নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারার আশায় ঢাকার গাড়ি থেকে টিকেট বাদ দিয়ে পুনরায় বাড়ি ফিরে যেতে হয়েছে অসংখ্য ঢাকা গামী যাত্রীর। যাহাদের কারণে আমরা সাধারণ যাত্রীরা ঢাকা যেতে পারিনি সে উত্তেজিত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ বলছে, ভবিষ্যতে এরকম কেউ সড়ক অবরোধ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply