1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসির আশির্বাদে বদলির পরেও টেকনাফে বহাল মোশাররফ! অবশেষে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু নয়াবাজার ঘর পোড়া মামলায় আমির হামজা কে মিথ্যা ভাবে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে সাগরে দুই শিশু গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টার পর মৃতদেহ উদ্ধার জাতীয় মৎস্যজীবী সমিতি টেকনাফ উপজেলার সভাপতি- তৈয়ব, সম্পাদক- রহমত উল্লাহ টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জামেয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হত্যাকান্ড কে পুঁজি করে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ : মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা

টেকনাফে দালালসহ মালেশিয়াগামী রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ |Teknaf 71

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৬৬২ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন মানব পাচারকারী দালাল ও ২৬ জন মালয়েশিয়াগামী ভিকটিমসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে এ তথ‍্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১ দিকে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসত ঘরে অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা, ৫ জন শিশু বাচ্চাসহ মোট ২৬ জন ভিকটিমকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঠানোর পূর্ব মূহুর্তে উদ্ধার করা হয়। এই বেআইনী মানব পাচার কাজের সহিত জড়িত ৪ জন পুরুষ,১জন মহিলা সহ মোট ৫ জন আসামীকে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়।

ভিকটিমদের নিকট হতে পাচারের উদ্দেশ্যে আদায়কৃত ৪২ হাজার টাকা এবং ১টি কাপড় ভর্তি ট্রলী ব্যাগ জব্দ করা হয়। গত ৭ দিন যাবৎ উক্ত মানব পাচার চক্রটিকে আটক করার জন্য বিভিন্ন ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছিলো।

গ্রেফতারকৃত ৫ জন আসামীরা হলেন,
সাবেকুন্নাহার (২৩), স্বামী-মোঃ শফিক,গ্রাম- মহেশখালীয়া পাড়া (৫নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা- টেকনাফ, জেলা -কক্সবাজার, জাহেদ হোসেন (২০), পিতা-মৃত হায়দার আহমদ, মাতা-হাসিনা বেগম, গ্রাম-কুতুপালং (ক্যাম্প নং-০৩, ব্লক-বি-১, এফসিএন নং-৬৪১৭৫৫, (হেড মাঝি-হাবিবুল্লাহ, সাব মাঝি-জামাল), থানা- উঁখিয়া, জেলা -কক্সবাজার,আবদুর রহিম (৩৫), পিতা-মৃত আবুল কালাম, মাতা-হুমায়রা, গ্রাম-করাচি পাড়া (মাঝেরপাড়া,৭নং ওয়ার্ড,শাহপরীর দ্বীপ,সাবরাং ইউপি, থানা- টেকনাফ,জেলা -কক্সবাজার, জাহেদ হোসেন (২৯), পিতা-মোঃ সালাম, মাতা-নুর বাহার, গ্রাম- করাচি পাড়া (মাঝেরপাড়া,৭নং ওয়ার্ড,শাহপরীর দ্বীপ, সাবরাং ইউপি,(ভাসমান পুরাতন রোহিঙ্গা),থানা- টেকনাফ,জেলা -কক্সবাজার, ৫. নুরুল ইসলাম (৬০), পিতা-মৃত মোহাম্মদ ইসহাক, মাতা-দোলাই,গ্রাম-মহেশখালীয়া পাড়া (৫নং ওয়ার্ড,টেকনাফ সদর ইউপ,(পুরাতন ভাসমান রোহিঙ্গা),থানা- টেকনাফ,জেলা –কক্সবাজার।

উদ্ধারকৃত মালয়েশিয়াগামী ২৬ জন ভিকটিমরা হলেন,মোঃ রফিক (১৬), পিতা-শামসুল আলম, মাতা-নুর বাহার, সাং-কুতুপালং ক্যাম্প নং-২ (ইস্ট), ব্লক-ই/৫,(ব্লক-মাঝি-নুর আলম,হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৭৩১৮০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,মোঃ রিয়াজ (১৮) পিতা-সুলতান আহাম্মদ, মাতা- ফাতেমা খাতুন,সাং-কুতুপালং ক্যাম্প নং-৩, ব্লক-ডি/২৩ (ব্লক মাঝি-শামসুল আলম,হেড মাঝি- জম বুলু),এফসিএন নং-১৭৬১৬৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, আবদুল্লাহ (১৯),পিতা-করিম উল্লাহ, মাতা- জুলেখা,সাং- কুতুপালং ক্যাম্প নং-৪,ব্লক- ই/২১,(ব্লক মাঝি-তাহের,হেড মাঝি- বশির)এফসিএন নং-১৮৪৫৬৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,শাহ আলম (১৭), পিতা-আজিমউল্লাহ, মাতা-নুর জাহান,সাং- কুতুপালং, ক্যাম্প নং-২ (ওয়েস্ট), ব্লক-ডি/৪ (ব্লক মাঝি-আবুল বশর,হেড মাঝি- নুর মোহাম্মদ), এফসিএন নং-১৮৪৫৬৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, কোরবান আলী (১৮),পিতা-আমির হোসেন, মাতা-রহিমা খাতুন,সাং-কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/৯ (ব্লক মাঝি-সৈয়দুল আমিন, হেড মাঝি- হামিদ) এফসিএন নং-১৫৯৬৭৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,নজির আহম্মদ (৩৬), পিতা-সৈয়দ আহমদ,মাতা-মৃত জোহরা বেগম, মোবাইল নং-০১৯৫৩-২২২৩০০, সাং-কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/১০ (ব্লক মাঝি-অছিরত, হেড মাঝি-রফিক), এফসিএন নং-১৫৬৫৫৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,নুর কুদ্দুস (২৩), পিতা-কালা মিয়া, মাতা-শফিকা বেগম, সাং-কুতুপালং ক্যাম্প নং-২, ব্লক-ই/৫ (ব্লক মাঝি-নুর আলম, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৬৬৪৪৬, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোহাম্মদ জোহার (১৭),পিতা-মৌঃ নজির আহম্মদ, মাতা-সেনোয়ারা,সাং-কুতুপালং ক্যাম্প নং-৭, ব্লক-সি/২ (ব্লক মাঝি- রফিক,হেড মাঝি-আবদুল গনি), এফসিএন নং-১৩১৩৭০,থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,মোঃ ইয়াসিন (১৩), পিতা-সৈয়দুল আমিন, মাতা-নুর বেগম, সাং- কুতুপালং ক্যাম্প নং-২(ইস্ট), ব্লক-৭ (ব্লক মাঝি-জহুরুল হক,হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৭৩২২৫, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, আবদুর রশিদ (২৯), পিতা-আবুল কাসিম, মাতা-ফাতেমা খাতুন,সাং-বালুখালী ক্যাম্প নং-১৮, ব্লক-এস/৫১ (ব্লক মাঝি-আরফ, হেড মাঝি-সলিমুল্লাহ), এফসিএন নং-১৯৪৫৮৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,নাছির উদ্দীন (২০), পিতা- ইমান হোসেন, মাতা-লায়লা বেগম, সাং-বালুখালী ক্যাম্প নং-৯, ব্লক-সি/১১ (ব্লক মাঝি-সৈয়দ আলম, হেড মাঝি-সমসু),এফসিএন নং-১১৮৫০৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, আনোয়ার ইব্রাহিম (১৮), পিতা-আবদুল মাজেদ, মাতা-রশিদা বেগম, সাং-বালুখালী ক্যাম্প নং-১, ব্লক-জি/৩৫ (ব্লক মাঝি- ইদ্রিস, এফসিএন নং-১১৮৫০৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,মোঃ জাকের (১৯), পিতা-ইসমাইল, মাতা-নুর বাহার,সাং- হাকিমপাড়া ক্যাম্প নং-১৪, ব্লক-সি/৩ (ব্লক মাঝি-কামাল, হেড মাঝি-হামিদ), এফসিএন নং-২২৪৮৯২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,মোঃ ইমরান (১৫), পিতা-নুর আহাম্মদ, মাতা-রহিমা খাতুন, (প্রতিবেশী-সমসু আলম), সাং-জামতলী (সফিউল্লা ঘাটা), ক্যাম্প নং-১৬, ব্লক-এ/২ (ব্লক মাঝি- সৈয়দ), এফসিএন নং-২৪১৪০০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,মোঃ বনি (২২), পিতা-মৃত সালা উদ্দীন, মাতা-সানজিদা, সাং-লেদা ক্যাম্প নং-২৪ (এলএমএস), ব্লক-ডি (ব্লক মাঝি-নুর হোসেন), এমআরসি নং-২৫৮৪৩০, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার,মোঃ আয়াছ (১৪), পিতা-আবদুল হাছ, মাতা-আয়েশা, সাং-শালবাগান রোহিঙ্গা ক্যাম্প নং-২৬ (এলএমএস), ব্লক-এ/৩ (ব্লক মাঝি-সমসু), এফসিএন নং-২৫৮২৬৭, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ওসমান গণি (১৯)পিতা-নুর মোহাম্মদ মাতা-হাসিনা বেগম,সাং-লামার পাড়া, লেদা, ওয়ার্ড নং-৮, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, রমিজা (২৪), স্বামী-রশিদ উল্লাহ, পিতা-মোঃ খলিল আহাম্মদ, মাতা-মৃত জুলেখা খাতুন,মোঃ আমিন (৮), মোঃ আলম (৬), নূর সাদিয়া (২),মোঃ ওমর (৩ মাস), সর্বপিতা-রশিদ উল্লাহ, মাতা-রমিজা, সর্বসাং-বালুখালী ক্যাম্প-১৮, ব্লক-৫০/১, এফসিএন নং-১৯৪৫৮৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার,তসলিমা (২৬), স্বামী-মৃত আয়াত উল্লাহ, পিতা-মোঃ ইদ্রিস, মাতা-মৃত সেতারা বেগম,শাহামিম (৭), পিতা- মৃত আয়াত উল্লাহ, মাতা- তসলিমা,উভয়সাং-জিয়ানগর, পাহাড়তলী, বাচামিয়ার ঘোনা, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার,ছমিরা (১৯), পিতা-মোঃ হাবিব আহাম্মদ, মাতা-হালিমা খাতুন, সাং-থাইংখালী ক্যাম্প নং-১৯, ব্লক-বি/১ এফসিএন নং-২০৭৫৫৯, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার,ইয়াছমিন (১৯), পিতা-মোঃ ইসমাইল, মাতা- মিনারা বেগম, ব্লক- আই/১১, এফসিএন নং-১০২৫৬৮, বালুখালী ক্যাম্প নং-১, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।

ওসি আরও জানান,গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!