1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু নয়াবাজার ঘর পোড়া মামলায় আমির হামজা কে মিথ্যা ভাবে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে সাগরে দুই শিশু গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টার পর মৃতদেহ উদ্ধার জাতীয় মৎস্যজীবী সমিতি টেকনাফ উপজেলার সভাপতি- তৈয়ব, সম্পাদক- রহমত উল্লাহ টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ জামেয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হত্যাকান্ড কে পুঁজি করে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ : মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন সভাপতি ফরিদ সম্পাদক শামসুল আলম

টেকনাফে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

 

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিন যোগ্যজনে”
এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্ত উপজেলা টেকনাফে ২ মার্চ জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

পরে উপজেলা মিলনায়তনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবসার এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।এছাড়া আরো বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারি নাথ, উপজেলা সমাজ সেবা অফিসার দীপক দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহজালাল মজুমদার প্রমূখ।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম বলেন, রোহিঙ্গা অধ্যুষিত হওয়ায় টেকনাফ উপজেলা সহ দেশের ৩২ টি উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন । এখানে রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য বিশেষ কমিটির মাধ্যমে খুব সতর্কতার সাথে ভোটার করা হয়। তারপর ও স্থানীয়দের পিতা-মাতা বা অভিবাবক বানিয়ে রোহিঙ্গারা ভোটার হওয়ার চেষ্টা করছেন। এ ব্যাপারে স্থানীয়দের আরো সচেতন হওয়ায় আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন– ভোট হচ্ছে পবিত্র আমানত। আপনার মূল্যবান ভোট টাকার বিনিময়ে বা লোভের বশবর্তী হয়ে কোন মাদক কারবারি বা অযোগ্য ব্যক্তি কে ভোট দিবেন না। আর যারা অভিভাবক সাজিয়ে টেকনাফে রোহিঙ্গাদের ভোটার করেছেন সঠিক তদন্ত পূর্বক তাদের বাতিল করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের বিয়ে না করা বা দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- টেকনাফ পৌরসভার মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র আরফা বেগম, লিলি আক্তার, বিজয় টিভি’র টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, পৌর সভার ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক যায়যায়দিন এর প্রতিনিধি আরাফাত সানীসহ স্কুল শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দৈনিক যায়যায়দিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!