নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
সামাজিক দূরত্ব বজায় রাখতে ও করোনা ভাইরাস আক্রমণের ভয়াল থাবা থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনসাধারণ কে বাচাতে সরকারের নির্দেশ বাস্তবায়নের জন্য টেকনাফ উপজেলা প্রসাশনের উদ্যোগে মায়ানমার হতে আগত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পে জনসচেতনতা মূলক অভিযান পরিচালনা করেছেন টেকনাফ উপজেলা প্রশাসন। প্রচার অভিযানে হোম কোয়ারেন্টাইন বাস্তবায়ন, অপ্রয়োজনে বাড়ি হতে বের না হওয়া, নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার , চলা ফেরার সময় মুখে মাক্স নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। এই সচেতনতামূলক অভিযানের নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর কক্সবাজার জেলা সমন্বয়ক কর্নেল এম রাজিবুল ইসলাম, নৌবাহিনীর বিশেষ দল টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামান ইমরান সহ আরো অনেকে। পরে রোহিঙ্গা শিশুদের মধ্যে কয়েক জনকে মাক্স পরিয়ে দেন কর্মকর্তা দ্বয়। রোহিঙ্গা ক্যাম্প হয়ে সাবরাং বাজারে গিয় প্রচারনার ইতি ঘটে।
Leave a Reply