সংবাদ দাতা
টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবনিয়া এলাকায় বসবাস রত আলমরিজান ধার দেওয়া টাকা চাইতে গিয়ে উল্টো নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করে গণ মাধ্যমে অভিযোগ করেছেন। সে ওই এলাকার জাফর আহমদের স্ত্রী। রবিবার (১৮জুন) সকালে তিনি এ অভিযোগ করেন। তিনি জানান, গত ফেব্রুয়ারির ১৩ তারিখে একই এলাকার মোহাম্মদ উল্লাহর পুত্র সাইফুল ইসলাম (২৮) তাহার বিশেষ প্রয়োজনে দুই মাসের মধ্যে পরিশোধ করবে উল্লেখ করে আমার থেকে স্টাম্প দিয়ে ২০ হাজার টাকা ধার বা হাওলাত নেয়। পরে মেয়াদ শেষ হলে উক্ত টাকা নির্ধারিত সময়ে না দেওয়া হলে তা চাইতে গিলে সে আজ না কাল, কাল না পরশু বলে বলে সময় ক্ষপন করিতে থাকে। তবুও আমি আমার টাকা গুলো প্রয়োজন হওয়ায় তাহার বাড়িতে গেলে তাহার অপরাপর স্বজনেরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আমি বাড়িতে চলে আসার পরে তাহার অন্যান্য সদস্যদের নিয়ে আমার বাড়িতে এসে আমাকে, আমার মা ও মেয়েকে মারধর করতে থাকে। এমন কি এর পরেও তাহার কাছে পুনরায় সেই টাকা চাইতে গেলে আমাকে হত্যার হুমকিও দেন। এ বিষয়ে আমি টেকনাফ মডেল থানা একটি অভিযোগ দায়ের করি। যে খানে সব উল্লেখ রয়েছে। আমার টাকা উদ্ধারে বা ফেরত পেতে ও আমার পরিবারের নিরাপত্তায় আমি শঙ্কিত। আমি প্রশাসনের সহযোগিতায় সুবিচার আশা করি।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান , গত কাল বিচার থেকে এসে আমি বাড়ি থেকে বেরও হয়নি। এ গুলো সব মিথ্যা কথা।
Leave a Reply