নাছির উদ্দীন রাজ, টেকনাফ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির নিজ অর্থায়নে হোয়াইক্যং ইউপির ৯টি ওয়ার্ডে ৮টি গরু জবাই করে ১১ হাজার মানুষ কে গণ ভোজ খাওয়ানো সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বালিকা দাখিল মাদরাসা, নায়া পাড়া দাখিল মাদরাসা ও হোয়াইক্যং আল আছিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে
টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় উক্ত গণ খাওয়ানো হয়।
আরোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার -৪ উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাফর আলম, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্র লীগের সহ সভাপতি শাওন আরমান, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহজাহান, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন সিকদার সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আবদুর রহমান বদি বলেন, ৭১’রের পরাজিত শক্তি বিএনপি -জামায়াত শুধু বঙ্গবন্ধু কে হত্যা করে কান্ত হয়নি, তাহার কোন উত্তরাধিকার যেন পৃথিবীতে বেঁচে না থাকে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট গ্রেনেট হামলা করে ছিলেন।
Leave a Reply