1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‎হ্নীলায় টমটম চলকের নি’খোঁ’জ ম’র’দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে তর্কের লড়াই নয়া ফরম্যাটে হবে বিএনপির পেশাজীবী সংগঠনের কমিটি স্থানীয় ও দেশিয় লবণ চাষিদের বৈষম্য করা হলে জুলাই / আগস্টের বিপ্লবের কি প্রয়োজন ছিল- মানববন্ধনে বক্তারা যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা সহ আটক ৬ পাচারকারী স্বামী- স্ত্রী ২০ রাউন্ড গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার দল -মতের ঊর্ধ্বে বৈষম্য হীন ভাবে হ্নীলা বাসীকে সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব – ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে ভারতে ৫ বাংলাদেশি আটক শাহজাহান চৌধুরীর আহ্বান উখিয়া -টেকনাফের ৪০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ অব্যাহত রাখতে হবে  ইউএনও’র প্রচেষ্টায় ফিরে পাচ্ছে টেকনাফের ২০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ করা কার্ড।  ২৫০ ধরনের ওষুধ নিয়ে সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি

টেকনাফে ৩ দিনের ব্যবধানে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৪৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফে ৩দিনের ব্যবধানে পৃথক ঘটনায় একাধিক স্থানে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে ১ জন নারী, ৩জন পুরুষ।

তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ অক্টোবর ) সকালে সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়া পাড়া এলাকার বাসীন্দ রশিদ আহমদের তৃতীয় ছেলে এনায়েত করিম (১৭) বিদ্যুৎ শর্ট খেয়ে মৃত্যু বরণ করেন।

সাবরাং ৬নং ওয়ার্ডের মেম্বার আবুল ফয়েজ জানান, ছেলেটি সুপারি বাগান থেকে সুপারি পারার সময় বাগানের ভিতর দিয়ে কভার বিহীন বিদ্যুৎতের লাইনের সাথে শর্ট খেয়ে গাছ থেকে মাঠিতে পড়ে যায়। পরে এলাকা বাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মৃত এনায়েত করিম সাবরাং হাজী নবী হোছন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র এবং ভাল ফুটবলার।

অপর দিকে সকালে হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রুজার ঘোনা এলাকার বেলাল উদ্দীনের ছেলে রিয়াজ উদ্দীন (১৯) টেকনাফ -কক্সবাজার সড়কের মৌলভীবাজার ব্রীজের পূর্ব পাশে মাছের প্রজেক্টে বরশি দিয়ে ফানকুড়ি শিকার করতে গেলে পানিতে পড়ে যায়। পরে পথচারীরা দেখে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার তাকে মৃত ঘোষণা করেন।

হ্নীলা ১নং ওয়ার্ডের মেম্বার বশির আহাম্মদ জানান, সকালে আমি রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় রিয়াজ উদ্দীন পাড়িতে পড়ে গেছে দেখে চিৎকার করলে লোক জন এসে তাকে পানি থেকে উদ্ধার করে।

এর আগে গেল ২৫ অক্টোবর হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ডের হোয়াকিয়া পাড়া এলাকায় মোঃ সাইফুল (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মৃত্যু বরণ করেন। ওই দিন রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

পরের দিন (২৬ অক্টোবর) ছোট ভাইয়ের আত্মহত্যার শোক সইতে না পেরে তাহার বড় বোন আজিমুন নাহারও স্ট্রোক করে মারা যায় বলে জানাগেছে। মৃত ওই এলাকার ভুলু মিয়া সন্তান। মৃতের ভাই ছালাহ উদ্দীন জানান, আমার ছোট ভাই মাদক সেবন করত, তাই আমরা পিতা তাকে মাদক সেবন না করতে বার বার বারণ করলে আমাদের অজান্তে রাতে বাড়িতে এসে পরিতাক্ত রুমে গলায় ফাঁস লাগায়। সকালে আমি দোকানে যাওয়ার পথে হঠাৎ ওই রুমে আমার চোখ যায়। ঘটনা স্থলে গিয়ে দেখি ছোট ভাই ফাঁস খেয়ে রশিতে ঝুলছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক জানান, তাদের সকলের বিষয়ে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!