নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
অভিন্ন মানদন্ডের আলোকে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার কারি অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গণী। তিনি ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম- পিপিএম বার তাকে উক্ত পুরস্কারে ভূষিত করেন। পরে মাদক উদ্ধারে পাওয়া শ্রেষ্ঠত্বের ক্রেস্ট টি জেলা পুলিশ সুপারের হাত থেকে গ্রহন করেন।
টেকনাফ মডেল থানার (ওসি) মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় কর্মরত এলাকা টেকনাফ উপজেলার অধিকাংশ গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজ সেবক ও সাংবাদিক সমাজ সহ অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে এ অর্জন ধরে রাখলে সমাজ যেমন মাদক মুক্ত হবে, তেমনি মাদকের বিরুদ্ধে অভিযানটাও আরো দুঃসাহসী হবে বলে মনে করেন সচেতন মহলের লোকজন।
Leave a Reply