1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎হ্নীলায় টমটম চলকের নি’খোঁ’জ ম’র’দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে তর্কের লড়াই নয়া ফরম্যাটে হবে বিএনপির পেশাজীবী সংগঠনের কমিটি স্থানীয় ও দেশিয় লবণ চাষিদের বৈষম্য করা হলে জুলাই / আগস্টের বিপ্লবের কি প্রয়োজন ছিল- মানববন্ধনে বক্তারা যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা সহ আটক ৬ পাচারকারী স্বামী- স্ত্রী ২০ রাউন্ড গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার দল -মতের ঊর্ধ্বে বৈষম্য হীন ভাবে হ্নীলা বাসীকে সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব – ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে ভারতে ৫ বাংলাদেশি আটক শাহজাহান চৌধুরীর আহ্বান উখিয়া -টেকনাফের ৪০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ অব্যাহত রাখতে হবে  ইউএনও’র প্রচেষ্টায় ফিরে পাচ্ছে টেকনাফের ২০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ করা কার্ড।  ২৫০ ধরনের ওষুধ নিয়ে সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি

টেকনাফে সহব্যবস্থাপনা কমিটির অর্ধ-বার্ষিকী সাধারণ সভা সম্পন্ন

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফ,হোয়াইক্যংও শীলখালী সহ তিস সহ ব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিকী সাধারণ সভা ১৪ মে (মঙ্গলবার)সকাল১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টেকনাফ,হোয়াইক্যং ও শীলখালী সহ ব্যবস্থাপনা সহ ব্যবস্থাপনা কমিটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আয়োজনে এবং নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় নেচার লাইফ সাইট সমন্বয়কারী শওকত ওসমানের সঞ্চালনায় সভার সূচনা লগ্নে কোরআন তেলাওয়াত,গীতা ও থ্রিপিটক পাঠের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কোডেক নেচার এন্ড লাইফ উপ প্রকল্প-পরিচালক নারায়ন চন্দ্র দাস।বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা ও অর্জন সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন পেশ করেন,ইউপি সদস্য হোসাইন আহমদ।টেকনাফ রেঞ্জ অফিসার ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আবুল কালাম।শীলখালী সহ ব্যবস্থা কমিটির কোষাধ্যক্ষ ইউপি সদস্য হুমায়ুন কবির ও হোয়াইক্যং সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ নুরতাজুল মোস্তফা শাহীন,হোয়াইক্যং ও শীলখালী রেঞ্জ অফিসার জহীর উদদীন ও শফিউল ইসলাম। বন বৈচিত্র সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন,কোডেক নেচার এন্ড লাইফ পরিচালক ড,শীতল কুমার নাথ,কক্সবাজার দক্ষিণ সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম,টেকনাফ উপজেলা সিনিয়র অফিসার মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল করিম রাসেল,হোয়াক্যং সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃআলমগীর।সভাপতি উপদেশ ও দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন,গরিবেশ সংরক্ষণে পরিবেশ প্রেমিক হয়ে বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে।বন্যপ্রাণীর পরিবর্তে বনে থাকে বন দস্যু ও মানুষ।এ কারণে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। বনের আশপাশে দৃশ্যমান ওটেকসই উন্নয়ন সাধন করে শ্রীবর্ধনমূলক কাজ করতে হবে।উন্নয়ন কাজের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারলে এর সফলতা বয়ে আনবে। সেই সাথে আয় বর্ধনমূলক উন্নয়ন কাজ করে বনের পাশেথাকা হতদরিদ্র পরিবারের দারিদ্র বিমোচনে করতে হবে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম সমাপনী উপদেশমূলক বক্তব্যে বলেন,বন হচ্ছে সকলের সম্পদ এবং এ সমপদ সংরক্ষণে নাগরিক হিসাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বনে অপহরণ সহ অপকর্মের নিরাপদ হিসাবে যারা বেচে নিয়েছে তাদেরকে এক সময় আইনের আওতায় অবশ্যই আসতেই হবে।এর থেকে বাঁচার কোন উপায় নেই। উপস্থিত ছিলেন,তিন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!