বার্তা পরিবেশক
টেকনাফের হোয়াইক্যং ইউপির ঝিমংখালী পূর্বপাড়ায় আব্দুল হাকিমের পুত্র শাহাব উদ্দিনের বাড়িতে স্থানীয় চিহ্নিত ডাকাত দলের সদস্যরা রাতের আঁধারে গুলি ও ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠেছে। গুলির আঘাতে বাড়ির জানালার কাচের গ্লাস ভেঙে টুকরো হয়ে যায় এবং বাড়ির লোকজন আতংক হয়ে পড়ে । গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টারদিকে এ ঘটে বলে জানা গেছে।
বাড়ির মালিক শাহাব উদ্দিন বলেন, মেয়ের বিয়ের খরচের জন্য ব্যাংক থেকে চার লাখ টাকা উঠাইছি। হইতো টাকার খবর পেয়েই ডাকাত দল এসেছিল। ডাকাতদল পুলিশ পরিচয়ে ঘরে আসলেও সে সময় আমি বাসায় ছিলাম। আমার স্ত্রী রোজিনা আমাকে ফোন করে বিষয়টি জানালে,আমি দ্রুত মেয়ের শওকত কে কল দিয়ে বলি,দ্রুত ঘরে যাও সেখানে নাকি পুলিশ এসেছে। ফোন পেয়ে শওকত এসে ঘরের দেওয়ালের বাহির থেকে ডাকাতদলকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে তার শাশুড়ীকে দরজা না খুলার জন্য বলে দেয়। শওকতের আওয়াজ শুনে ডাকাতদল তাকে গুলি করলেও দ্রুত সরে যাওয়ায় ভাগ্যক্রমে তার শরীরে গুলি লাগেনি।
শাহাব উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার বলেন,
মেয়ের জামাই শওকতের আওয়াজ শুনে ভিতর থেকে দেখতে পায় যে,স্থানীয় চিহ্নিত ডাকাত আব্দুর রহিম প্রকাশ ডাকাত পুতিয়া, ইউনুস, অপহরণকারী মিজান, মমতাজ,আলী আহমদ,রাসেল ও সৈয়দ আলমরা বাড়ির জানালায় এলোপাতাড়ি গুলি করছে। এতে ঘরের জানালার গ্লাস জর্জরিত হয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে,ডাকাতদল এলোপাতাড়ি ফাঁকাগুলি ছোঁড়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে গ্রামে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান বাড়ির মালিক শাহাব উদ্দিন।
এবিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, বিষয়টি শুনেছি তদন্ত চলছে। যদি সঠিক হয় তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply