নাছির উদ্দীন রাজ টেকনাফ।
মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৯ বন্দি জেলে কক্সবাজার টেকনাফ – মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট হয়ে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশী ও ১৪ জন এফডিএমএন ( রোহিঙ্গা ক্যাম্পের) সদস্য।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে তারা দেশে ফিরেছেন বলে এক সংবাদে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গণমাধ্যম কে নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবির) সহযোগিতায় আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলে কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যারা গত ১১ ও ২০ ফেব্রুয়ারিতে নাফ নদী ও সাগরে মাছ শিকার করতে গেলে ভুলবশত জ্বল সীমা অতিক্রম করলে ৬ টি ইঞ্জিন চালিত বোট সহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আলী জানান, জেলেদের ফিরিয়ে এনে স্বজনদের কাছে দেওয়ায় বিজিবি সহ সকল কে ধন্যবাদ জানায়। তবে ভবিষ্যতে জেলেদের নিরাপত্তার জন্য যেন সংশ্লিষ্ট প্রশাসন নাফ নদী ও সাগরে যেন টহল আরো জোরদার করেন সে কামনা করছি।
মিয়ানমার আরাকান আর্মির বন্দী হতে ফিরে আসতে সহযোগিতা করায় ফিরে আসা জেলেরা যেমন খুশি, তেমনি বিজিবি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেদের স্বজনেরা।
Leave a Reply