এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~
টেকনাফ৭১
সে যে নীড়ে- আজও এলোনা
মন যে মোর মানেনা,
দিন যে গেলো আশায় আশায়
সে যে আসবে বলে।
সে যে আমার দূর- প্রবাসে
এলো গ্রীষ্ম-কাল,
রেখেছি যত্নে আম- কাঁঠাল
প্রাণের বন্ধুর পক্ষে।
বৈশাখ আর জৈষ্ঠ্য- মাসে
হঠাৎ রুদ্র- ঝড়ে,
কেয়া- ঘাটে দাঁড়িয়ে আছি
ফুলের- স্তবক হাতে।
আষাঢ়ের ঐ কালবৈশাখে
বেজায় মনে পড়ে,
শ্রাবনের ঐ নিঝুম রাতে
কাঁদে মন নিরবে।
ভাদ্র মাসে দূর- নীলিমায়
ঐ দেখা যায় রংধনু,
আশ্বিন মাসে খুঁজে বেড়ায়
সাত রঙের ভিড়ে।
কার্তিক আর অগ্রায়ন এ
মাঠে ভরা পাকা ধান,
সোনালী সময় নবান্ন উৎসব
হবে নানান সাজান।
পৌষ- আর মাঘ- এলো
ভাপা পিঠার সময়,
খেজুরের-রস তালের পাতায়
কাটেনা বেলা একলা।
ফাল্গুন আর চৈত্র- মাসে
প্রখর ঐ রুদ্রবেলায়,
সুস্বর- কন্ঠে কুকিলের ডাকে
বন্ধুর আশায় বসে রয়।
________________________________________
তারিখঃ- ৩১/০৫/২০২০ ইং—
__এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
Leave a Reply