“বৃদ্ধাশ্রম থেকে”
রেজাউল করিম রেজা
সন্তানের সুখের তরে তখন
দিয়েছে কত শ্রম
সব হারিয়ে নিঃস্ব যখন
সঙ্গী হলো আজ বৃদ্ধাশ্রম।
ছোট বেলা খোকা কত
খিলখিল হাসত
মায়ের মুখটা মলিন হলে
ক্রন্দনে বুক ভাসত।
বলতো খোকা অশ্রুত্যাগে
মাগো তুমি যেওনা দূরে
আমি মা বাচঁবো না
তোমায় যে ছেড়ে ।
সেই খোকা বলে এখন
তুমি সংসারে বড় যম,
তাই মা বলি কী ,আজ থেকে
থাকবে তুমি বৃদ্ধাশ্রম।
যে মায়ের দুধ পান
করেছে কত বেলা
আজ সেই খোকা মাকে
করে অবহেলা।
বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে
কাঁদে সকাল সন্ধ্যা বেলা
দেখতে যায় না ছেলে
মাকে করে অবহেলা।
সমাপ্ত/২রা জুন ২০২০ইং
লেখকঃ রেজাউল করিম রেজা
হ্নীলা,টেকনাফ,কক্সবাজার
Leave a Reply