মোঃ শেখ রাসেল (টেকনাফ৭১)
ছাত্রের জন্য শিক্ষকের কান্না টা আবেগের না হৃদয়ের।
জননেতা সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর ছাত্র ছিলেন আরেকজন জননেতা মুজিবুর রহমান। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার মেয়র এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।জনাব মুজিবুর রহমানের করোনা আক্রান্তের খবর পেয়ে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী বারবার মুজিবুর রহমানের খোঁজ খবর জানতে চাচ্ছিলেন।কি অবস্থা,কই আছে,কোন হসপিটালে ভর্তি হচ্ছে।প্রথম দিন প্রায় ১০/২০ মিনিট পর পর জিজ্ঞাসা করছিলেন এ শিক্ষক ।মা বললেন তুমি এতো অস্থির হচ্ছ কেন?আস্তে আস্তে সব টিক হয়ে যাবে।সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী বললেন,আমি মুজিবকে অ,আ,ক,খ,Abcd,১,২,৩,৪ শিখিয়েছি।সেই ছোট্টটি ছিল সে।সকালে পড়িয়ে খাইয়ে,তেল দিয়ে চুল আচড়িয়ে তাকে স্কুলে পৌছে দিয়ে তারপর আমি কলেজে যেতাম।মুজিবের বাবা,চাচারাও আমাকে খুব আদর করত।এখন তো মুজিবের মা,বাবা ও নাই।সে এতিম।তার কিছু বোন ও ভাই রয়েছে,এ বলে তার চোখ ছল ছল করে উঠল।তিনি বললেন,মুজিব যত বড় নেতাই হোক না কেন সে আমার ছোট্ট মুজিব,আমি তার কাছে তার পরম শ্রদ্ধেয় শিক্ষক।
ছাত্রদের জন্য শিক্ষক নিয়মিত নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে রোগের প্রার্থনা কামনা করি।
Leave a Reply