1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামেয়া দারুসসুন্নাহ ফারেগীন পরিষদের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন হত্যাকান্ড কে পুঁজি করে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ : মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পরিবেশ সংরক্ষণকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রী নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন সভাপতি ফরিদ সম্পাদক শামসুল আলম যুগান্তরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের অভিযান ৩১ ভিকটিম সহ দুই দালাল আটক ||টেকনাফ ৭১ ডাকাত ও অপহরণ দলনেতা বদরুজ অস্ত্র,গুলি সহ আটক হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার ৫ ও ৬ ওয়ার্ড কৃষক দলের কর্ম সমাবেশ অনুষ্ঠিত টেকনাফ উপজেলায় স্বাস্থ্য ও ব্যাক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পেকুয়ায় জমি জবরদখলের পর, হয়রানি করার অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৪৪ বার পড়া হয়েছে

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় উজানটিয়ায় ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি বদি আলম গংদের ক্রয়কৃত জমি জবর দখলে রাখার পর মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি স্থানীয় ইউপি কার্যালয় থেকে দেয়া রায় ও আদালতের আদেশও অমান্য করে চলছেন জমি জবর দখলকারীরা।

উজানটিয়া ইউপির নতুনঘোনা পেকুয়ার চর এলাকার মৃত মুহাম্মদ হোছনের স্ত্রী ফরিজা বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন মৃত শফিকুর রহমানের ছেলে নেছার উদ্দিন, বদিউল আলম ও বাদশা মাঝি।তারা সবাই আওয়ামীলীগ পরিবারের সন্তান, বদি আলম উজানটিয়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি, নেছার উদ্দীন মগনামা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি,তারেক উজানটিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, আবদু সালাম এই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা, হাসান একই ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি, বইশশ্যা আওয়ামীলীগের সদস্য।

তারা বলেন, ফরিজা বেগম দলিলমূলে ২০শতক জমি পাওনাদার। কিন্তু তিনি অবৈধভাবে দলিল নেন ২৮শতক, পরিমাপে জমিও রয়েছে ২০শতক। এরই মাঝে তার স্বামী জীবিত থাকা অবস্থায় ১৯৯৫ সালে সাইক্লোন সেল্টারের নামে ২০শতক জমি দান করে দেন। দলিল যেহেতু ২৮শতকের সেহেতু তারা আর জমি পাওয়া থাকে ৮শতক মাত্র। অথচ বসতবাড়িসহ তারা জমি জবর দখল করে রেখেছে ৫৪শতক। এবিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে রায়-ডিগ্রি তাদের পক্ষে যায়। এরপরও ওই জমি ফরিজা বেগম দখল না ছাড়লে স্থানীয় ইউপি কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়। সেখানে তারা কোন ধরণের কাগজপত্র দেখাতে পারে নি। তার রায়ও বদি আলম গংয়ের পক্ষে যায়। থানায় এনিয়ে বৈঠক হয়। বৈঠক পরবর্তি পরিমাপ করা হয়। পরিমাপের সময় কাগজপত্র বিশ্লেষণ করলে ফরিজা বেগমের কোন ধরণের জমি নাই তা প্রমাণিত হয়।

বদি আলম বলেন, আমরা দলিলমূলে জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। এই জমি থেকে বেশ কিছু জমি ফরিজা বেগম জবর দখল করে নেয়। গত শুক্রবার তারা আবারো সংঘবদ্ধ হয়ে দুই হাত জমি জবর দখল করে নেয়। এর প্রতিবাদ করায় তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার জন্য মিথ্যা অজুহাত দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হউক।

স্থানীয় ইউপি সদস্য শাহাজামাল বলেন, জমি জবর দখল করার অভিযোগ দেন ফরিজা বেগম। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিভৃত করে স্থানীয়ভাবে বৈঠক করে সমাধা করার কথা বলি। এক্ষেত্রে নেছার গং বৈঠকে বসতে রাজি থাকলেও ফরিজা বেগম বৈঠকে হাজির হয় নাই। এর আগেও স্থানীয় ইউপি কার্যালয়ের বৈঠকে ফরিজা বেগম কোন ধরণের কাগজপত্র দেখাতে পারে নাই।

এই বিষয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী জানান, আমার কাছে তাদের একটা শালিস ছিল, যারা কাজ প্রত্রে সহি তাদের পক্ষে রায় দিয়েছি। কাগজের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। খতিয়ান মতে ফরিজা বেগমের দখলিয় জমির মধ্যে ৮শতক জমি পাবে। বাকী জমি বদি আলম গংয়ের। ফরিজা বেগম আবারও অতিরিক্ত সাইট ভরাট করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগে। এটা সংঘর্ষ সমাধানের পথ নয়, আমি আশা করব তারা যেন আলোচনা মধ্যেমে তাদের সমস্যা সামধান করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!