সুপ্লব পাল
শিক্ষক হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়
মৃত্যু সেতো বিচিত্র কিছুই নয়
যামিনী যাপনে নিত্য যা হয়
তবু এত ভাবনা কেন?
কোনকালে কে অমর রয়?
অহরহ স্বপ্নের মৃত্যু
চেয়ে দেখো চারপাশ
স্বার্থের দ্বন্ধে সম্পর্কের ও চেতনার মৃত্যু
তবু একসাথে বসবাস ।
মৃত্যু বিধাতার অমোঘ উপহার
যোগসম্রাট ,রাজাধিরাজ
ত্রিসন্ধ্যা ধ্যানী,ত্রিভুবন জ্ঞানী
মেনেছেন মৃত্যুতে হার।
ছুঁয়ে দিলে মৃত্যু করোনায় আবার
মিলে না দাফনের লোক
দু’দিনে কাটে মৃত্যু শোক
তবু যায় না বৃথা অহংকার ।
মৃত্যু নয় আগন্তুক কোন
অতি পরিচিত সে অতিথি
মুক্তি শুধু প্রার্থনায়
নেই তার আগমন তিথি।
তাই দৃঢ়চিত্তে সত্যেরে কর গ্রহণ
কেউ নয় প্রিয়জন ,সবাই প্রয়োজন
জগতের প্রভু চিরসত্য_এক
মৃত্যু সেতো পরম সত্য,জাগ্রত কর বিবেক ।
Leave a Reply