“অবুঝ মন”
?___এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অবুঝ মন আমার কেন এত কথা বলে—
চাই তারে বন্দী রাখতে পারিনি তবে,
বাস্তব- চোখ বন্ধ করলে কল্পনায় সে দেখে
মন আমার উড়া- উড়া চলে।
অবুঝ মন ভবের বুকে কত কিছু ভাবে—
চায় সে হাতে নিতে ভবের- ক্ষমতা,
বাস্তবে সেই তো বন্দী চার দেয়ালে- বাধা
তবুও বলে মন স্বপ্নের- কথা।
অবুঝ মন চলার পথে কত আয়োজন—
এই- ভবে কত হলো দেখা পরিচয়,
যাওয়া আর আসার এই যে ভবের- পালা
সুখ আর দুঃখ কত যে অভিনয়।
অবুঝ মন ঘুরে-বেড়াই দিবানিশি অরবে—
হৃদয়ে কত যে আশা নিয়ে এই ভবে,
কণিক- সময়ে এই ভবে কত আশা বাসনা
নাগালের বাহিরে তাহা বাস্তবে।
অবুঝ মন নির্দয় ভবে কেন স্বপ্ন দেখে—
যেই- স্বপ্নের নেই কোনো- সীমানা,
চেয়েছি- তারে আমি অনেক বারণ করে
তবুও অবুঝ মন শুনলনা মানা।
[ছবি সংগৃহীত]
_______________________________________
#তারিখঃ- ২০/০৬/২০২০ ইং–
__এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
Leave a Reply