নাছির উদ্দীন রাজ/মোঃ শেখরাসেল (টেকনাফ ৭১)
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে টেকনাফ মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চৌকস পুলিশ অফিসার এস আই নাজিম উদ্দীন । ২৭জুন শনিবার সন্ধায় হ্নীলা ইউনিয়ন মাদক নির্মূল কমিটির অফিসের সামনে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারণায় এসে এসব কথা বলে। করোনার মহামারীতে সারা বিশ্ব যখন স্থবির হয়ে আছে, বাংলাদেশে ও করোনার মহামারী থেকে বাঁচতে প্রয়োজনবোধে বিভিন্ন জায়গায় লকডাউন দেয়া হয়েছে। এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী করোনা প্রাদুর্ভাব ঠেকাতে মানুষকে সচেতন করতে করুণা যুদ্ধে যখন ব্যস্ত, সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্রধারী তাদের ব্যবসাকে ত্বরান্বিত করেছে। যার ফলে সমস্ত এলাকায় মাদকের ভয়াবহতা ও অস্ত্রধারীদের বিচরণ কিছুটা বেড়ে গিয়েছে বলে শুনাযাচ্ছে । তা প্রতিরোধ করতে আমরা টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ এর নেতৃত্বে অভিযান অব্যাহত রাখেছি। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না। কোন মাদক কারবারি ও অস্ত্র ধারী ভয় দেখালে আমাদের সাথে সাথে ফোন দিয়ে অবিহিত করুন । আপনাদের পরিচয় গোপন রাখা হবে। প্রধানমন্ত্রীর জিরোটলারেন্স নীতি বাস্তবায়ন ও টেকনাফ কে মাদক, সন্ত্রাস ও মানব পাচার থেকে মুক্ত করতে আমরা টেকনাফ মডেল থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার এ এস আই কাজী সাইফুদ্দীন ও এ এস আই মাজহারুল ইসলাম।
Leave a Reply