বরাবরে,
মাননীয়
উপজেলা নির্বাহী অফিসার,
টেকনাফ, কক্সবাজার।
বিষয়ঃ গাড়ি ভাড়া নিদির্ষ্টভাবে নির্ধারণ করে দেওয়ার জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমরা আপনার কর্মসংস্থান টেকনাফ উপজেলার জনসাধারণ হই,। আপনি নিশ্চয়ই অবগত আছেন পুরো বিশ্বে মহামারী করোনা ভাইরাস সংক্রমিত। আমাদের দেশেও করোনা ভাইরাস সংক্রমিত।এই করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে দেশে এক জেলা থেকে অন্য জেলায় বড় গাড়ি চলাচল নিষিদ্ধ ঘোষণা করছে সরকারি অধিদপ্তর। কিন্তু মানুষের জরুরী প্রয়োজনের জন্য ছোট গাড়ি চলাচল করতেছে বিভিন্ন জায়গায়।তেমনি আমাদের উপজেলায়ও চলাচল করতেছে। যেমন সিএনজি অটোরিকশা,টমটম ইত্যাদি। কিন্তু গাড়ির কতৃপক্ষের অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে হয়রানিতে টেকনাফবাসী। হ্নীলা-টেকনাফ, হ্নীলা-হোয়াইক্যং টেকনাফ-শামলাপুর হোয়াইক্যং-শামলাপুর হোয়াইক্যং-পালংখালী টেকনাফ-সাবরাং-শাহপরীর দ্বীপ, প্রভৃতি রাস্তায় চলাচলকারী সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্যকর অবস্থা চলছে। অত্যন্ত জরুরি ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন রাস্তায় চলাচলকারি সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দেয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে আপনার সুদৃষ্টি কামনা করছি।
অতএব, আমাদের উপর সুদৃষ্টি কামনা করলে আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
নিবেদকঃ-
টেকনাফ উপজেলায় বসবাসকারী এক বাসিন্দা
নামঃ শহীদুল ইসলাম সোহাগ
গ্রামঃ নয়াবাজার
ইউনিয়নঃ হোয়াইক্যং,টেকনাফ কক্সবাজার।
Leave a Reply