আহমদ উল্লাহ রিয়াদ
টেকনাফ বাহারছড়া,
কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটারের (বিটা) পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকতা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বিটা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি মাজিস্ট্রেট (ভূমি) আবুল মনসুর আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার (মিলি),মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার,বিটা প্রকল্পের ব্যাবস্হাপক হারুন রশিদ, সাংবাদি আশেক উল্লাহ ফারুকী সহ প্রমুখ। বিটা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ ইব্রাহীম বলেন, সংস্কৃতি চেতনায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং দারিদ্র বিমোচনে কাজ করতে ১৯৯৫ সালে বাংলাদেশ ইন্সাটিটিউট অব থেয়েটার আর্টস (বিটা) প্রতিষ্টিত হয়।সেই থেকে এই পর্যন্ত দারিদ্র্য জনগোষ্ঠী নিয়ে বিটার কাজ চলমান রয়েছে।বিশেষ করে মেয়ে ও শিশুদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্হ্যের অধিকার কে এগিয়ে নেওয়ার লক্ষে একটি গতিশীল এবং অর্ন্তভূক্ত সুশীল সমাজ গঠনে ভুমিকা রাখে।
Leave a Reply