“পরজীবি”
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী…
পরবশে কভূ করিওনা পরবাদ
কখনো যায়না দেয়া বিনা দোষে,
সৎ ও সত্যবাদীকে অমূলক অপবাদ।
জ্ঞান ও জ্ঞানীর মর্ম –
সৃষ্টিশৈলীর ধর্ম আর কর্ম
কেমনে বুঝবে পরভৃত শকুন !
সেতো পরজীবি রক্ত খেকু উঁকুন।
মূখোশের আড়ালে গীবতে ভরা
দূর্ভেদ্ধ্য তোমার মন সিন্দুক –
স্বার্থবাদী পরধনে লোলুপ দৃষ্টি
তুমি বিলকুল চাটুকার বড় নিন্দুক।
বিতিকিচ্ছি দগ্ধে যে পুড়ায়
অহেতুক অপরের মন –
সে মহাপ্রলয় বিপদজনক !
তারে বলে কেন মানুষ বিদগ্ধজন ?
মিষ্টি ভাষে সু-সম্পর্ক নাশে
সূযোগ সন্ধ্যানী তীক্ষ্ণ ধ্যানী আশে,
মানব পূঁজারী জীবিত বা মৃত লাশে
থাকে নীতিবান সূধীজনের পাশে।
ওহে সাধূ সাবধান –
করিওনা মানুষের সুহৃদ নস্যাৎ
সম্মান-সোহাগ,স্নেহ-অনুরাগ
রক্ষায় থাকিও সজাগ হতে বজ্যাৎ।
****তারিখ :-২১/০৭/২০২০ ঈসায়ী***
Leave a Reply