আরাফাত সানী,নাছির উদ্দীন,শেখ রাসেল::কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীন বাংলার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন ও অর্ধনমিত জাতীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে শোক দিবসে আয়োজনের সূচনা করা হয়। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শোক সভা অনুষ্টিত হয়। শোক সভা শেষে উপজেলা মিলনায়ত্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। সব শেষে উপজেলা জামে মসজিদে খতমে কুরান মাহফিল শেষে মরহুমের রূহের মাফফেরাত কামনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান-নূরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, টেকনাফ মডেল থানার নবাগত ওসি’ আবুল ফায়সাল, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল বশর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএ জহির, উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারোল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, বঙ্গবন্ধু বনাম বাংলাদেশ একসূত্রে গাঁথা শীর্ষক বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। বঙ্গবন্ধু খুনিদের বিচার হওয়ায় এদেশ কলংক মুক্ত হয়েছে বলে দাবী করেন।
Leave a Reply