1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‎হ্নীলায় টমটম চলকের নি’খোঁ’জ ম’র’দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চলছে তর্কের লড়াই নয়া ফরম্যাটে হবে বিএনপির পেশাজীবী সংগঠনের কমিটি স্থানীয় ও দেশিয় লবণ চাষিদের বৈষম্য করা হলে জুলাই / আগস্টের বিপ্লবের কি প্রয়োজন ছিল- মানববন্ধনে বক্তারা যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা সহ আটক ৬ পাচারকারী স্বামী- স্ত্রী ২০ রাউন্ড গুলি সহ পুলিশের হাতে গ্রেফতার দল -মতের ঊর্ধ্বে বৈষম্য হীন ভাবে হ্নীলা বাসীকে সেবা দেওয়া আমার নৈতিক দায়িত্ব – ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে ভারতে ৫ বাংলাদেশি আটক শাহজাহান চৌধুরীর আহ্বান উখিয়া -টেকনাফের ৪০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ অব্যাহত রাখতে হবে  ইউএনও’র প্রচেষ্টায় ফিরে পাচ্ছে টেকনাফের ২০ হাজার ” ভালনারেবল উইমেন বেনিফিট “( VWB) বরাদ্দ করা কার্ড।  ২৫০ ধরনের ওষুধ নিয়ে সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি

পর্যটন মওসূমকে সামনে রেখে : ইয়াবার জোয়ারে ভাসছে টেকনাফ – টেকনাফ ৭১

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৫ বার পড়া হয়েছে

মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ

স্থলে পুলিশী অভিযান ঝিমিয়ে পড়া এবং নাফনদী ও সাগর উপকূলের চিহ্নিত চোরাইপয়েন্ট সমূহে নজরদারী এবং জিরোপয়েন্ট জলযানের দৃশ্যমান তৎপরতা না থাকায় মিয়ানমার থেকে বানের স্রোতের মত আসছে বস্তা বস্তা ইয়াবা ট্যাবলেট। সম্প্রতি ইয়াবা সেবন,খুচরা ব্যবসা ও পাচার বৃর্দ্ধি পেয়েছে। বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর অভিযানে জব্দ হচ্ছে লাখ লাখ ইয়াবা। শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারী ইয়াবা জব্দের সাথে আটক না হওয়ায় ইয়াবা পাচার থামানো যাচ্ছেনা। বিশেষ করে পর্যটন মওসূমকে সামনে রেখে এবং মিয়ানমার থেকে থেমে থেমে ঢুকছে বস্তা বস্তা ইয়াবা ট্যাবলেট। এমতাবস্থায় পুরো টেকনাফ ইয়াবা (মাদকের) জোয়ারে ভাসছে। বেশীরভাগ জড়িত হয়ে পড়েছে, যুবক ও যুবতিরা। রোহিঙ্গাদের পাশাপাশি এবং স্থানীয় মাদক, মানবপাচারকারী, তালিকাভূক্ত এবং নব্য ইয়াবা কারবারীরা ইয়াবা ব্যবসা ও পাচারে নেমেছে। বিশেষ করে সিনহা হত্যার পর থেকে এবং পরিস্থিতি পালটে গিয়ে ওরা ফের ইয়াবা ব্যবসা ও পাচারে নেমেছে। অনুসন্ধানে জানা যায়, টেকনাফ সীমান্তে বর্তমানে ইয়াবা বা মাদকের রমরমা নীরব বাণিজ্য চলছে। তার মধ্যে সাবরাং শাহপরীরদ্বীপ, দক্ষিণপাড়া, ঘোলারপাড়া, জালিয়াপাড়া, সাবরাং নয়াপাড়া, জিনাপাড়া, ডেগিল্যারবিল, সিকদারপাড়া, মন্ডলপাড়া, কোয়াংছড়িপাড়া, কাটাবনিয়া ও খুরেরমূখ। টেকনাফের সদর মৌলভীপাড়া, নাজিরপাড়া, বড় হাবীবপাড়া, মহেশখালীয়াপাড়া, গোদারবিল, তুলাতলী, হাবিরছড়া, মিঠাপানিরছড়া, কেরুনতলী, ও বরইতলী। টেকনাফ পৌর এলাকা নাইট্যংপাড়া। হ্নীলার চৌধুরীপাড়া, জাদিমুড়া, পূর্ব লেদা ও ওয়াব্রাং। হোয়াইক্যং এর ঝিম্মংখালী, উনচিপ্রাং, উলুবনিয়া, হারাংগ্যাঘোনা ও তুলাতলী। বাহারছড়া, শীলখালী, শামলাপুর, নোয়াখালী। সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া, মাঝের পাড়া ও চিরাদ্বীয়া। সূত্র জানায়, মিয়ানমারে করোনা ভাইরাস ও লকডাউনের কারণে দুদেশের সীমান্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় এর পরিবর্তে আমদানি নিষিদ্ধ পণ্য মাদক ঢুকছে বেপরওয়া ভাবে। সূত্র আরো জানায়, মাদক বিরুধী অভিযানে আটক এবং ক্রসফায়ারের ভয়ে ইয়াবা কারবারীরা আত্মগোপনে থাকা অবস্থায় ইয়াবার বস্তা ও কালোটাকা মাঠিতে পুতে রাখা হয়েছিল। পরিস্থিতি বুঝে ওরা মাঠি থেকে ইয়াবা তুলে ফের পুরানো ব্যবসায় নেমেছে। টেকনাফ কোষ্ঠ গার্ড কেরুনতলী সদর দপ্তরের লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, আমি এ দপ্তরে ১ মাস যোগদানের পর পৃথক অভিযানে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন পাচারকারীকে আটক করেছি। দেশ এবং জাতীর স্বার্থে অর্পিত দায়িত্ব পালন করে যাব এবং মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স থাকবে। তাই আমি সকলের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!