আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালী মধুরছড়ার গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। কারখানায় দীর্ঘক্ষণ চলা অভিযানে ২জন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে জানান- র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।
আটকৃতরা হলেন মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা ২ জনই অস্ত্র তৈরীর কারিগর। র্যাব-১৫’র উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শুক্রবার বিকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে খবরে র্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়।
পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে তাদের তৈরী ৩টি বন্দুক, ২টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকৃতরা মহেশখালী থেকে এসে মধুরছড়া গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের কাছে নিয়মিত সরবরাহ করতো। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরী এ কাজ চালিয়ে আসছে বলে জানান র্যাব-১৫’র উপ-অধিনায়কমেজর মেহেদী হাসান।
Leave a Reply