মোঃ আরাফাত সানী, টেকনাফ একাত্তর
সারা দেশের ন্যায় টেকনাফেও পৃথকভাবে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের নাফ বৃহত্তর কওমী ছাত্র সংগঠন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৃথকভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল দুইটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনের প্রধান সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্য মোর্শেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলার যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল পাশা, সহ সমন্বয়ক জসিম উদ্দিন ইমন, সহ সমন্বয়ক বাহা উদ্দিন, এস, এন আবছার। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড আইন পাশ করতে সরকারের প্রতি জোর দাবী জানান।
এদিকে বিকাল পাঁচটায় টেকনাফ পৌর এলাকার শাপলা চত্বরে নাফ বৃহত্তর কওমী ছাত্র সংগঠনের উদ্যোগে নোয়াখালীতে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন, সাম্প্রতিক বিভিন্ন ধর্ষন, গণধর্ষনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে অপর একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। হোয়াইক্যং ইউনিটের সাধারণ সম্পাদক মাওঃ নিয়ামত উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রাফি, সাধারন সম্পাদক সাইদুইল ইসলাম সায়েম, ইসলামী আন্দোলন উপজেলার সাঃ সম্পাদক রবিউল হাসান সহ সংগঠনের বিভিন্ন দায়ীত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এতে বক্তরা ধর্ষণের সর্বোচ্ছ শাস্তি ফাঁসির দাবি করেন এবং আমাদের মা বোনদের পর্দার সাথে চলাচল করার অনুরোধ জানিয়েছে।
সভায় বক্তারা বলেন, সারা দেশে ধর্ষনের মহৌৎসব চলছে। দেশ আজ বিবস্ত্র হয়েছে। তাই ধর্ষনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। নই তো আমাদের মা-বোনের ইজ্জত বাঁচানো দায় হবে। এসময় শত শত ছাত্ররা বিভিন্ন প্লে-কার্ড হাতে ধর্ষনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবী জানান।
Leave a Reply