নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ শামলাপুরে নোয়াখালী পাড়ার সৈকত পয়েন্ট থেকে প্রায় ১২ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরে অপহরণকৃত বাংলাদেশী ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাঁচ জন রোহিঙ্গা ডাকাতকে দেশীয় বন্দুক, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক। বঙ্গোপসাগরে সাগরের অভ্যন্তরে একটি জেলেদের নৌকায় অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত আক্রমণ করেছে বলে উক্ত সংবাদের ভিওিতে টেকনাফ কোষ্টগার্ডের স্টেশান কমান্ডার লেঃ কামান্ডার আমিরুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি স্পীড বোট আটককৃত জেলে দের উদ্ধার করা জন্য রোহিঙ্গা ডাকাতের নৌকাটি তাড়া করলে রোহিঙ্গা ডাকাতরা কোষ্টগার্ডের স্পীড বোটকে লক্ষ্য করে ধারালো অস্ত্র (কিরিচ)ছুড়ে মারে। উক্ত রোহিঙ্গা ডাকাত দলের বোট থেকে ০৭ জন বাংলাদেশী জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং ০৫ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয় টেকনাফ কোস্ট সদস্যরা । ডাকাতেরা হলেন, মোঃ বাকগুল্লাহ (২২) মোঃ শুক্কুর (২০) রবি আলম (২২) নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। উল্লেখ্য যে, বর্তমানে উদ্ধারকৃত জেলেদের এবং আটককৃত রোহিঙ্গা ডাকাতদের কে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আনা হয়েছে, উক্ত আটককৃত রোহিঙ্গা ডাকাত দলের কাছ থেকে দেশিয় তৈরি ০২ টি একনলা বন্দুক ০৭ রাউন্ড কার্তুজ, ০১ রাউন্ড তাজা গুলি ও দেশিয় ১০ টি ধারালো অস্ত্র উদ্বার করা হয়েছে । তাদের আইন গত ব্যবস্তা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
Leave a Reply