নাছির উদ্দীন রাজ
প্রতিযোগিতার বিশ্বে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই, যে সব শক্তিধর রাষ্ট্র দুনিয়াতে নেন্তৃন্ত দিচ্ছে তাহার পেছনের শক্তি ও যে বিজ্ঞান তা কেউ অস্বীকার করেনা। তাই বিদ্যালয় গুলোর ছাত্র /ছাত্রীদের মাঝে বিজ্ঞান শিক্ষার চর্চা বাড়ানোর লক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রনালয়ের সহযোগিতায় টেকনাফ উপজেলা অফিসার্স ক্লাব এর মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ইং। ১৯অক্টোবর সকাল ১১ঘটিকার সময় অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি অংশ গ্রহন কারী ছাত্র /ছাত্রদের বলেন, প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যতিক্রমধর্মী উদ্যোগে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। যার একটি উৎস জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। আমাদের টেকনাফে ছেলেমেয়েরা বিজ্ঞান শিক্ষা থেকে দূরে থাকার কারণে কুসংস্কারের দিকে নিমজ্জিত হচ্ছে। তা হতে উত্তরণ হওয়ার একমাত্র উপায় বিজ্ঞানভিত্তিক লেখাপড়া । আজকের প্রদর্শনীতে যে সমস্ত বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন আপনারা আমাকে দেখিয়েছেন। আমি মনে করি আগামী দিনে আমাদের টেকনাফের বিশাল চাহিদা পূরণ করতে আপনারাই যথেষ্ট।মেলায় উপজেলার আট টি বিদ্যালয়ের অংশ গ্রহনে। মেলায় অংশ গ্রহন কারী দের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালকাবানু উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তুোষ কুমার শীল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।
Leave a Reply