1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় এলে টেকনাফ কে মেগা সিটি ও পর্যটক বান্ধব শহর হিসেবে গড়ে তুলা হবে – শাহজাহান চৌধুরী দলীয় নিয়ম ভেঙে বহিস্কৃত নেত্রী মরজিনা যুবদলের সমাবেশে! তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনমত তৈরি করতে ডোর টু ডোর যাচ্ছি, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজার-৪ মনোনয়ন প্রত্যাশি আব্দুল্লাহ টেকনাফে SSC Batch 2014 পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে! টেকনাফ প্রেসক্লাবের সংবর্ধনায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি হলেন, মেরিন সিটি হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র টেকনাফ উপজেলা সমন্বয় কমিটি গঠিত প্রধান সমন্বয়কারী সায়েম যুগ্ম সমন্বয়কারী বাহা উদ্দীন ব্যক্তিগত স্বার্থে’ টেকনাফের পৌরভবন ও মডেল মসজিদ নির্মাণ: সাবেক এমপির ‘স্বেচ্ছাচারী সিদ্ধান্ত’ : মুরশেদ আলম টেকনাফে ভ্যান চালকের জমি দখলে নিতে বসতঘরে হামলা, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গা নারীর অপহরণ মামলা ঘিরে থানায় ঢুকে ওসির বিরুদ্ধে স্লোগান: দুই ঘণ্টা অবরোধ

টেকনাফর কর্মব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৯১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে 

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কর্মব্যস্ততার মধ্যদিয়ে সময় পার করেছেন টেকনাফ উপজেলায়। সোমবার (৭ ডিসেম্বর) সরকারী সফরে টেকনাফ উপজেলায় আসেন। তিনি  সকাল ১০ ঘটিকায় হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের রিক্সা চালক রমজান আলী (৪৫) (মামুনের বাবা) কে প্রধানমন্ত্রী কর্তৃক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০শতাংশ খাস জমির উপরে নির্মিত বাড়ির চাবি,জমির দলিল হস্তান্তর করে। এটাই হচ্ছে কক্সবাজার জেলার প্রথম মুজিব জন্মশতবর্ষের প্রধানমন্ত্রী কর্তৃক নির্মিত বাড়ি।
উল্লেখ্য যে, রিক্সাচালক রমজান আলী দীর্ঘ বৎসর সরকারি খাস জমির উপর থীরপাল মুড়িয়ে একটি ঝুপুড়ি ঘরে বসবাস করতেন। এই বাড়ি থেকে তার ছেলে মামুন প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেনি লেখা পড়া করেছে। সে একদিন প্রধানমন্ত্রীর দরিদ্রদের প্রতি এত সহানুভূতি দেখে তার মোবাইল থেকে তার বাড়িটি নির্মানের আবেদন জানান।
এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই বাড়িটি কক্সবাজার জেলায় সর্বপ্রথম নির্মানের নির্দেশ দিয়েছিলেন। রিক্সাচালক রমজান আলী আজ ঝুপুড়ি বাড়ি থেকে নিজস্ব দালাম বাড়ি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন চাবি জমির কাগজ পএ হস্তান্তর শেষে হ্নীলার উদ্দেশ্যে রওয়ানা হন। এখানে এসে হত দরিদ্রদের জন্য হ্নীলা আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ২৮টি বাড়ি এবং রঙ্গিখালী মাদ্রাসা সড়ক পরিদর্শন করেন। এরপর তিনি টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পৌরসভায় নাইট্যং পাড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত ব্রিটিশ আমলের যুদ্ধের ব্যাংকার, রাখাইনদের শশ্মান ও মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। এরপর তিনি বিকেলে টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে হতদরিদ্র পরিবারের মাঝে শীতার্থ বস্ত্র,মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এরপর তিনি টেকনাফ উপজেলা ভুমি অফিস, টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে সন্ধ্যানাগাদ কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন। এসময় তার সাথে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি আবুল মনছুর, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার রাজনৈতিক ও জনপ্রতিনিধিবৃন্দ,জেলা উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা ও জেলা উপজেলা পর্যায়ের  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন সাথে ছিলেন।                             

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!