প্রকাশিত সংবাদের একাংশে প্রতিবাদ ও ব্যাখ্যা
০৮ এপ্রিল ২০২১, Amader Teknaf, Teknaf Tv, Teknaf 71সহ বেশ কয়েকটি অনলাইল নিউজ পোর্টালে “শাহপরীরদ্বীপে ১লাখ৪০ হাজার ইয়াবা আটকের ঘটনায় কয়জন সিন্ডিকেট জড়িত!এই ইয়াবা পাচার করে কে??” উক্ত সংবাদ শিরোনামের একাংশে আমি রেজু মেম্বার ও আমার ভাই ফরিদ আলম নাম দেখে আমি হতবাক সংবাদের একাংশে উল্লেখ করা হয়েছে “ঈমান হোসেনকে ব্যবহার করে রেজু মেম্বারের বড় ভাই ফরিদ আহমদ গাড়ি করে ইয়াবা পাচার করে সেই গাড়িটি আজ ঈমান হোসেনের বাসার সামনে দেখা গেছে ইয়াবা আটক হওয়ার কথা জানানর পর গাড়িটি টেকনাফের উদ্দেশ্য চলে যায়।
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত। আসন্ন নির্বাচনে এলাকায় আমার প্রচুর জনপ্রিয়তা রয়েছে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
স্হানীয় সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি আমি ও আমার ভাই উক্ত মাদক সংশ্লিষ্ট কোন ঘটনায় জড়িত ছিলাম না। তাই স্হানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও আমার প্রিয় শাহপরীর দ্বীপ বাসীদের কোন ধরনের বিভ্রান্ত না হওয়ায় আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী,
রেজাউল করিম রেজু
মেম্বার পদপ্রার্থী ৮নং ওয়ার্ড, ৪ নং ইউনিয়ন পরিষদ সাবরাং ও ফরিদ আলম, ৮নং শাহাপরীর দ্বীপ, সাবরাং।
Leave a Reply