নাছির উদ্দীন রাজ, টেকনাফ
সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, যাহার কারণে জনসাধারণের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় বারের মত কঠোর লকডাউন ঘোষণা করেছে। তারি ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার জনগুরুত্বপূর্ণ এলাকা হ্নীলা বাজারের লকডাউন পরিস্থিতি ও দেশে চলমান হেফাজতের নৈরাজ্য কর অবস্থা পর্যবেক্ষণ করতে হ্নীলা স্টেশনের বিভিন্ন রাস্তা ও গলিতে টহল জোরদার করেছিলেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলমের নেস্তৃন্তে চৌকস বিশেষ পুলিশ টিম।
১৯ এপ্রিল (সোমবার) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৩ টা পর্যন্ত হ্নীলার জনগুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ। চলমান করোনা পরিস্থিতি নিয়ে বাজারে আগত সাধারণ জনগণ কে শান্ত ভাবে বুঝিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করা, টমটম, সিএনজি, ট্রাক, মিনি ট্রাক ও নির্দেশ অমান্য কারি দোকান দারদের কঠুর হস্তে দমন এবং মামুনোল হক কে গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতের কোন মিছিল বা ধ্বংসাত্মক কার্যক্রম সংগঠিত হচ্ছে কি না তাও পর্যবেক্ষণ করেন পুলিশ । কিছু কিছু জায়গায় অসচেতন পথচারিদের নিজ উদ্যোগে মাস্ক ও পরিয়ে দেন খোরশেদ আলম । এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলাম, এস আই নাছরুল্লাহ,এস আই আবু সাঈদ, এস আই বায়েজিদ, এ এস আই হেলাল উদ্দীন, সহ আরো অনেকেই।
এক প্রশ্নের জবাবে তিনি( ওসি অপারেশন) খোরশেদ আলম বলেন, সরকার দেশ ও মানুষের কথা চিন্তা করে করোনা পরিস্থিতিতে যে লকডাউন দিয়েছে তা যদি সমস্ত শ্রেনী পেশার মানুষ মেনে চলে তা হলে আমরা তাদের সাধুবাদ জানায় । আর যদি কেউ তা অগ্রাহ্য করে তাহলে তাদের কঠোর আইনের আওতায় আসতে হবে। যতদিন লকডাউন চলবে অমাদের টেকনাফ থানা পুলিশ কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে মাঠে সর্বাত্মক অভিযান পরিচালনা করবে ।
Leave a Reply