শাহেদুল ইসলাম মনির,(কক্সবাজার) কুতুবদিয়া প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মে) ভোর রাতে লেমশীখালী লুৎফর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন লেমশীখালী লুৎফর পাড়ার জয়নাল আবেদীনের পুত্র মো. সোহেল (১৮)। সে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার’ ২০২০ সালের আলিম (এইচএসসি) পরীক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোর রাত ৩টার দিকে বৃষ্টি ঝোড়ো বাতাস ও আকস্মিক বজ্রপাত হলে সোহেল (১৮) ও তার ভাই বাড়ির পাশে লবনের মাঠে পলিথিন উঠাতে যায়। এসময় বজ্রপাতে আওয়াজে সোহেল লবনের মাঠে অজ্ঞান হয়ে পড়ে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে মৃত বলে জানান।
এ বিষয়ে কুতুবদিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মামুনুর হক (মামুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেন
Leave a Reply