প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাঁকে হেনস্তাকারীদের শাস্তির দাবি করেছেন সাংবাদিক নেতারা। এ সময় সচিবালয়ে রোজিনার ওপর হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বুধবার (১৯ মে) টেকনাফ স্টেশন ঝর্ণা চত্বরে সাংবাদিকদের সংগঠন “টেকনাফ রিপোর্টার্স ইউনিটি ও কর্মরত সাংবাদিক সম্মিলিত উপস্থিতিতে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে করা অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকেরা এ আহ্বান জানান।
মানবন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে তাঁর ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থি। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান কর্মসূচিতে অবস্থানকারীরা।
এসময় এশিয়ান টেলিভিশন টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দিন ও টেকনাফ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সৈয়দ হোসেন, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন, টেকনাফ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি মোঃ শফি,টেকনাফ রিপোর্টার্স ইউনিটি’র সিনিয়র সহ-সভাপতি দৈনিক সাগর দেশ পত্রিকার প্রতিনিধি জিয়াউল হক জিয়া, সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলাে পত্রিকা টেকনাফ প্রতিনিধি মােঃ শেখ রাসেল, দৈনিক অধিকার প্রতিনিধি মিজানুর রহমান, আমাদের কক্সবাজার পত্রিকার টেকনাফ দক্ষিণ প্রতিনিধি যুগ্ন সাধারণ সম্পাদক, ইমতিয়াজ উদ্দিন জুয়েল, দৈনিক হিমছড়ি প্রতিনিধি সামী জাবেদ,
কক্সবাজার ৭১ টেকনাফ প্রতিনিধি মেহেদী হাসান ইমন, বাংলাদেশ নিউজ টাইমস্, টেকনাফ ভয়েস টিভি’ প্রচার সম্পাদক মােহাম্মদ নােমান, দৈনিক রুপালী সৈকত প্রতিনিধি এম হাসান, দৈনিক গণসংযোগ প্রতিনিধি কোষাধ্যক্ষ এস. এন. কায়সার জুয়েল, নাফ নিউজ টোয়েন্টিফোর নিউজ ইডিটর কেফায়েত উল্লাহ, দৈনিক আলােকিত উখিয়া প্রতিনিধি সদস্য ওমর ফারুক সহ স্থানীয় শুভাকাঙ্ক্ষী।
Leave a Reply