1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সর্বোচ্চ দামে নিলাম পেলেন টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ওমর ফারুক সিআইপি টেকনাফে ৭০ হাজার মানুষ বেকার- কর্মহীন : জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকাণ্ডে টেকনাফের হ্নীলাতে নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন টাকা লুটপাট ও বাড়ি ভাংচুর থানায় অভিযোগ তথ্যপ্রযুক্তি ইন্ডিয়ান সাইবার সিকিউরিটি ফোর্স টিমে যোগ দিলেন সাংবাদিক হাফেজ আহমদ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন টেকনাফে প্রেমিকের সাথে প্রেমিকার পলায়ন হয়রানী মূলক মামলায় গ্রেফতার আতঙ্কে ৫ শিশুর মা! হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের যুব সমাবেশ অনুষ্টিত টেকনাফে জমি বিরোধের জেরে ফেইসবুক পোস্ট দিয়ে প্রতি পক্ষকে স’ন্ত্রা’সী সাজানোর পাঁয়তারার প্রতিবাদ ও ব্যাখ্যা ইসলামি আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা দক্ষিণ শাখা’র সদর ইউনিয়ন কমিটি সম্পন্ন। বন্যার্ত ৫’শ পরিবারকে ত্রাণ দিলেন টেকনাফ নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গারা

টেকনাফ স্থল বন্দর এল,সিতে পরিনত হলে রাজস্বের আমুল পরিবর্তন ঘটবে!!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৭০৭ বার পড়া হয়েছে

মোঃ আশেক উল্লাহ ফারুকী::(টেকনাফ৭১)
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বানিজ্য টেকনাফ স্থল বন্দরকে (পি.ডি.ডি) ড্রাপের পরিবর্তে (এল.সি( জমাপত্রের আওতায় আনা হলে তৃতীয় দেশের সাথে আমদানি ও রপ্তানীর মাত্রার গতিশীলতা এবং স্থল বন্দরে রাজস্বের হার বহুগুনে বৃর্দ্দি পাবে। সেই সাথে ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ব্যবসা করতে পারবে। এমন অভিমত ব্যবসায়ীদের। অনুসন্ধানে যান যায়, ১৯৯৫ সালে ৫ সেপ্টম্বর বাংলাদেশ মিয়ানমার দুদেশের সীমান্ত পর্যায়ে সীমান্ত বানিজ্য কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। উদ্দেশ্যে দুদেশের সীমান্তের চোরাচালান রোধ করে বৈধ ব্যবসার প্রতি ব্যবসায়ীদের মনোনিবেশ করা। আজ ২৪ বছর অতিক্রান্ত হতে চলেছে, ধরা বাঁধা ড্রাপের আমদানি ও রপ্তানী বানিজ্য জীবন ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। টেকনাফ স্থল বন্দর এলসি তথা জমাপত্রে পরিনত হলে মিয়ানমার, থাইলেন্ড ও মালয়োশিয়া তৃতীয় দেশের সাথে আমদানি ও রপ্তানী সাফল্য বয়ে আনবে বলে অভিজ্ঞ ব্যবসায়ীরা মতে প্রকাশ করেন এবং স্থল বন্দরে থাকবেনা আধিপাত্য বলপ্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার। ফিরে আসবে ব্যবসার প্রাণ চঞ্চলতা। সূত্র অনুযায়ী পঁচনশীল জাতীয় সর্বোচ্চ ব্যবসায়ীরা ৫০ হাজার (ইউ.এস.এ) মার্কিন ডলার এবং অন্যান্য অপঁচনশীল জাতীয় পণ্যের ৩০ হাজার ডলার ড্রপের মাধ্যমে ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে। টেকনাফ স্থল বন্দরকে ড্রাপের পরিবর্তে (এল.সি) জমাপত্রের পরিনত করলে ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরকে হার বানাবে। অপর দিকে চট্টগ্রাম বন্দর আমদানি ও রপ্তানীতে জটলা এবং প্রতিবন্ধকতা থেকে মুক্ত হবে। চট্টগ্রাম (কর্ণফূলী) আন্তর্জাতিক বন্দর এবং কর্ণফূলী নদী নাব্যতার করণে প্রায় ভারি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর (কর্ণফূলী নদীতে) প্রবেশ করতে পারে না এবং প্রায় জাহাজ আনোয়ারা, কুতুকদিয়া ও সন্দীপ উপকূলীয় সাগরে অবস্থান করে থাকে। মিয়ানমার, মালয়েশিয়া ও থাইলেন্ড তৃতীয় দেশের সাথে সীমান্ত বানিজ্য এল.সির মাধ্যমে হলে দক্ষিণ ও পূর্ব সীমান্তবর্তী টেকনাফ স্থল বন্দরের আমদানি ও রপ্তানীতে অর্থনৈতিক দরজা খুলে যাবে এবং সেই সাথে চোরাচালানের প্রতি বিমোখ। হয়ে সীমান্তবর্তী মানুষের ভাগ্য পরিবর্তন বয়ে আনবে। টেকনাফ উপজেলা আঃলীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোঃ আলী এ প্রসংগে বলেন, সীমান্ত বানিজ্য সম্প্রসারন এবং তৃতীয় দেশের সাথে এলসির মাধ্যমে ব্যবসা হলে স্থল বন্দরের রাজস্ব বাড়বে এবং এ রাজস্ব দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর