ওমর ফারুক সোহাগ,
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকি বুদার পাড়া এলাকায় এক বখাটের কিল-ঘুষি ও লাথির আঘাতে নাছিম আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী বুদার পাড়া গ্রামের মোহাম্মদের মেয়ে। সে শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যায়নরত।
আজ ৭ মে শুক্রবার রাত ৯ টার সময় এই লোমহর্ষক ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্থানিয় বাসিন্দা নাজিম জানান, নিহত স্কুল ছাত্রীর বাড়ী পাশে গ্রামের ঝুঁপড়ি দোকান পাঠ রয়েছে। একটি দোকানে খেরাম খেলাতে মেতে উঠছিল একদল বখাটে যুবক। তখন মেয়েটির মা বাড়ীর রান্না বান্না শেষে খাচারা পানি ফেলে দিলে ভূলবষত খেলতে থাকা স্থানিয় কবিরের পুত্র মোহাম্মদ কাউছারের শরীরে সামান্য পরিমান পানি ছিটকে পড়ে। এতে সে তৈলে বেগুনে জ্বলে উঠে অকাথ্যভাষায় গালি-গালাজ করে নিহত মেয়েটি মাকে। তখন মেয়েটি গালি না দিতে বারং করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।এক পর্যায়ে উল্লেখিত কাউছার স্কুল ছাত্রীকে কিলঘুষি ও লাথি মারতে থাকে এতে সে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানিয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Leave a Reply