নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)
বাংলাদেশের মৎস্য সম্পদ কে বৃদ্ধি ও রক্ষা করার জন্য প্রজনন মৌসুমে সমুদ্রে গিয়ে মাছ ধরা ৬৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাষ্ট্র বা মৎস্য অধিদপ্তর। সে কারণে সমুদ্র ভিত্তিক জীবিকা সংগ্রহকারী জেলেদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়। ১জুন ২০২০ইং সেই নিষিদ্ধ কালীন সময়ে মৎস্য আহরণে বিরত থাকা টেকনাফ উপজেলা ও পৌরসভার ৭ হাজার ৮৬০ জেলেদের মধ্যে ৫৭ কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরণ শুরু করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন , জেলে পরিবারের জীবিকার পথটুকু বন্ধ হয়ে যাওয়ায় আপনাদের কষ্ট হচ্ছে এটা আমরা জানি, তারপরেও আপনাদের জন্য দেশের সমুদ্র মৎস সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ৬৫ দিন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তা শেষ হলে সরকারের নিয়ম-নীতি মেনে আপনারা আপনাদের মতই জীবন-জীবিকার কাজে সমুদ্রে যেতে পারবেন। উল্লেখ্য টেকনাফে পর্যায়ক্রমে ৭হাজার ৮৬০ জেলে পরিবারের মধ্যে ৪৪০.১৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন সহ আরো অনেকেই।
Leave a Reply