1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টেকনাফ বাজারে নেই কার্যত তদারকি টেকনাফের সাবরাং ইউনিয়নের শামশু আলম মেম্বার কা’রা’গা’রে লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল-বেনজীর টেকনাফে অপরাধ-প্রবণতা বৃদ্ধি, নিরাপত্তার ঝুকিতে স্থানীয়রা হ্নীলা দক্ষিণ সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত, প্রধান অতিথি এডঃ রশিদুল আলম চৌধুরী টেকনাফ অপহরণ বন্ধে প্রতিবাদ ও মানব বন্ধন টেকনাফে জামায়াত কর্মীকে কোপাল আওয়ামী লীগ নেতা! থানায় মামলা প্রকাশিত সংবাদের ব্যাখা ও প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাদেক হোছাইন , সম্পাদক রিদওয়ানুল হক শাহপরীর দ্বীপ স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত- সভাপতি-আলী, সম্পাদক-মোস্তাক

চকরিয়া খুটাখালীর পরকিয়া আসক্ত যৌতুক লোভী স্বামীর কান্ড !

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬১৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

চকরিয়া খুটাখালীর পরকিয়া আসক্ত যৌতুক লোভী স্বামী টেকনাফের খতিজার সাথে একি কান্ড করেছে শ্বশুর পক্ষ।
স্বামী ও শ্বশুর বাড়ীর সদস্যদের নির্যাতন হতে রেহাই পেতে আইনী আশ্রয় নিয়েছেন ভোক্তভোগী এক মহিলা। মহিলাটি হচ্ছে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার নয়ন নবীর স্ত্রী খতিজা বেগম। তিনি এ ব্যাপারে কক্সবাজার জজ কোর্টের লিগ্যাল এইড অফিসে দু’জনকে বিবাদী করে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, চকরিয়ার খুটাখালীর ইউসূফ নবীর পুত্র নয়ন নবীর সাথে ২০১৭ সালে ১২ জানুয়ারী ইসলামী শরিয়াহ মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।

 

বিবাহের পর হতে প্রায় সময় তাঁর শ্বাশুড়ীর ইন্ধনে স্বামী স্ত্রীকে যৌতুকের দাবীতে শারিরীক ও মানষিক নির্যাতন করিত। ভোক্তভোগী মহিলা, ১ সন্তানের জননী খতিজা আকতার সুখের সংসারের আশায় ৫০ (পঞ্চাশ হাজার) টাকা এনে স্বামীর পরিবারের হাতে তুলে দেয়। আবার টাকা এনে দিতে আমাকে চাপ প্রয়োগ করিতে থাকে। বাপের বাড়ী হতে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করিলে চলতি ২০২০ সালের ২৬ জুন সে আমাকে মারধর করে রক্তাত্ত করে বাড়ী হতে রাতের আঁধারে বের করে। অভিযোগ সুত্রে আরো জানা যায়, স্বামী পরকিয়া আসক্ত। প্রায় সময় পর নারীর সাথে রসের আলাপ করে থাকে। পরকিয়া প্রেমে বাঁধা প্রদান ও যৌতুকের টাকা এনে না দেওয়ায় ফুটন্ত সন্তনের ভব্যিসৎ ও সুখের সংসারের আশায় দীর্ঘদিন স্বামীর সাথে সংসার করলেও বর্তমানে তাকে পিতৃালয়ে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে এক সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। অভিযোগ কারী খতিজা সঠিক বিচার পেতে সকলের দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর