আনোয়ারুল ইসলাম
————————
প্রভুর লীলা স্বর্গ ভূমি
সেন্টমার্টিন দ্বীপ ভাই,
আকুল করা প্রবাল ভরা
বিশ্বে কোথাও নাই।
বাংলার সর্ব দক্ষিণে ঐ
রূপে কাড়ে দৃষ্টি,
প্রকৃতি রূপ সৌন্দর্য খুব
খোদার অপার সৃষ্টি।
দেশ বিদেশের ছুটে আসা
পর্যটকদের দল,
যেথায় মিলে ঢেউয়ের গর্জন
দেখবি কে আয় বল?
তারি বুকে সকাল সাঁঝে
পর্যটকদের মেলা,
শামুক-ঝিনুক কুঁড়িয়ে নেয়
করে কতো খেলা।
জেলে ভাইয়ে মাছ ধরিতে
গভীর জলে যায়,
জিনজিরাতে মাঝি ভাইয়ে
আনন্দে দাঁড় বায়।
চতুর্দিকে জলে ঘেরা
মন যে কাড়ে খুব,
গাঙচিল পাখি ধরে মৎস্য
জলেতে দেয় ডুব।
মাঝিরা সব নৌকা নিয়ে
সকাল থেকে রাত,
মাছ শিকারের অর্থ দিয়ে
ঘরে নেবে ভাত।
দারুচিনির রূপের মায়ায়
পড়ে গেলাম প্রেমে,
সৌর্ন্দযের-ই লিলাভূমি,
ঢেউ খেলে ক্ষণ্ থেমে।
Leave a Reply