নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফে ইউএসএইচ সি আর বাংলাদেশের প্রতিনিধি ও কক্সবাজার জেলা প্রধান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বলে জানাগেছে। ১০ ডিসেম্বার সকাল ১১ঘটিকার সময় ইউএসএইচ সি আর, বাংলাদেশের প্রতিনিধি মিঃ স্টেভেন করলিস এবং ইউএসএইচ সি আর, কক্সবাজার জেলা প্রধান মিঃ কর্লিন, নয়াপাড়া মোচনী রেজিস্ট্রার্ড ক্যাম্প, শালবাগান ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প (২৬+২৭)এবং জাদিমুড়া বাজারে নব নির্মিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন । তা ছাড়া ইউএসএইচ সি আর কর্তৃক রোহিঙ্গাদের জন্য নব নির্মিত বিভিন্ন স্হাপনাও পরিদর্শন করেন আগত অতিথি বৃন্দ । নির্দিষ্ট সময়ে পরিদর্শন শেষে ইউএসএইচ সি আর কর্মকর্তাগণ হোয়াইক্যং রোহিঙ্গা শিবিরের
উদ্দেশ্যে গমন করেছেন।
Leave a Reply